আজকাল ওয়েবডেস্ক: ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, সরকার তাঁদের দশ দফা দাবি পূরণ না করলে আমরণ অনশন চলবে। এই দাবির মধ্যে রয়েছে, রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে থ্রেট কালচার বন্ধ করা, চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা, সিসিটিভি ক্যামেরা বসানো, প্যানিক বাটন বসানো।
এই পরিস্থিতিতেই এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিকিৎসকদের আশ্বস্ত করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সোমবার তিনি জানান, রাজ্যের ২৮টা মেডিক্যাল কলেজে মোট ৭০৫১ ক্যামেরা লাগবে। ক্যামেরা বসানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছিল সাপ্লাই পাওয়া। সেই সমস্যা মিটে গিয়েছে। ১০ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে ৯০% কাজ। ১৫ তারিখের মধ্যে সিসিটিভি বসে যাবে।
ডিউটি রুম, রেস্ট রুমেও অপারেশনাল কাজের ৯০% শেষ হয়ে যাবে। এখন দ্রুতগতিতেই কাজ এগোচ্ছে। রাজ্যের মুখ্যসচিব জানান, রেফারেল সিস্টেম নিয়েও আমরা আলোচনা করেছি। নভেম্বর থেকে প্যানিক বাটন চালু হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। জানানো হয়েছে, রাজ্যের হাসপাতালগুলির অধ্যক্ষ এবং স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক হয়েছে প্রশাসনের। তিনি জানিয়েছেন, হাসপাতালগুলির অধ্যক্ষদের কাছে সহযোগিতার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, জুনিয়র চিকিৎসকদের কাছেও ইতিবাচক বার্তা পৌঁছেছেন তিনি।
