আজকাল ওয়েবডেস্ক: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর অগ্নিমিত্রা পাল। চিকিৎসকদের আন্দোলনে গিয়ে আবারও 'গো ব্যাক' স্লোগান শুনলেন বিজেপি নেতা। বুধবার সকালে স্বাস্থ্যভবনের সামনে আন্দোলনরত চিকিৎসকদের মাঝে পৌঁছন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তাঁকে দেখেই প্রথমে হাত জোড় করে বেরিয়ে যেতে বলেন কয়েকজন চিকিৎসক। তারপরেই ওঠে 'গো ব্যাক' স্লোগান। সাময়িকভাবে যা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
সল্টলেকে স্বাস্থ্যভবনের রাস্তাতেই বিজেপির পার্টি অফিস। অগ্নিমিত্রার কথা মতো, তিনি আন্দোলনে যোগ দিতে আসেননি। তিনি এসেছেন পার্টি অফিসে। তাই এই পথেই পার্টি অফিসে যাচ্ছিলেন। আন্দোলনরত চিকিৎসকদের 'গো ব্যাক' স্লোগান শোনার পর অগ্নিমিত্রার বক্তব্য, 'আমি এবং বিজেপির সকল নেতারা আন্দোলনকে সমর্থন করছি। আন্দোলনকারীদের পাশে রয়েছি। কিন্তু আজ আন্দোলনে যোগ দিতে আসিনি। আমি যাচ্ছিলাম পার্টি অফিসে। সেখানে আমার সাংবাদিক বৈঠক রয়েছে। আন্দোলনের কারণে যেহেতু দু'দিকের রাস্তা আটকানো, তাই এই পথেই যেতে হচ্ছে। আবারও বলছি, আমি আন্দোলনরত চিকিৎসকদের পাশে দিদিভাই হিসেবে রয়েছি।'
অগ্নিমিত্রার বক্তব্যের পরেই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা আবারও জানান, তাঁদের আন্দোলনে কোনও রাজনৈতিক নেতা যোগ দিন, সেটা তাঁরা চাইছেন না। সাধারণ মানুষ যোগ দিতে পারেন। রাজনীতির বাইরে থাকা যে কেউ তাঁদের আন্দোলনের মধ্যেও থাকতে পারেন। অগ্নিমিত্রা পাল পার্টি অফিসে গেলেও, আন্দোলনের মাঝে থাকতে পারবেন না।
প্রসঙ্গত, গত সপ্তাহে সোমবার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই দিন রাতেও চিকিৎসকদের আন্দোলনে যোগ দিতে এসেছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে দেখেও 'গো ব্যাক' স্লোগান দিয়েছিলেন আন্দোলনরত চিকিৎসকরা।
