আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার ভর সন্ধ্যায় ভয়াবহ ঘটনা। খাস কলকাতার বুকে কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি। জানা গিয়েছে, কসবার এক শপিং মলের কাছে শুক্রবার ভর সন্ধ্যায় ঘটনাটি ঘটে। সেই সময় সুশান্ত ঘোষ কসবার ওই শপিং মলের সামনে পার্টি অফিসে ছিলেন।
হঠাৎই দুজন দুষ্কৃতী বাইকে করে এসে কাউন্সিলরকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সুশান্ত ঘোষ আহত হননি। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের একজনকে গ্রেপ্তার করা হলেও আর একজন এখনও পলাতক। ইতিমধ্যেই তাঁর খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।
প্রসঙ্গত, কিছুদিন আগেই বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে উত্তপ্ত হয় উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এলাকা। তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত হন তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউ। জানা যায়, সকালে চায়ের দোকানে বসেছিলেন তিনি।
আচমকা তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এমনকী চায়ের দোকান লক্ষ্য করে বোমাও ছোড়া হয়। চারটি গুলি লেগেছে অশোকের গায়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। শুটআউটের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
