আজকাল ওয়েবডেস্ক: জীবনের সাফল্য এবং ব্যর্থতা পাশাপাশি চলে। মানুষের অজান্তেই তার নেপথ্যে কাজ করে ভাগ্যলিপি। আর এই ভাগ্যলিপির চর্চাই হল জ্যোতিষশাস্ত্র। শত সহস্র বছর ধরে এই শাস্ত্র মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গিয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ ২৬ অগাস্ট মনের কারক চন্দ্র থাকবেন কন্যা রাশিতে। আর সূর্যদেব থাকবেন সিংহ রাশিতে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মঙ্গলবার বজরংবলী তথা হনুমানের দিন। আসুন দেখে নেওয়া যাক, আজকের দিনে বজরংবলীর আশীর্বাদ পাবেন কারা?
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
মেষ
কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে। মেজাজ হারানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। অকারণে রাগ করবেন না। প্রিয়জনদের সঙ্গে ভাল সময় কাটবে। বন্ধুভাগ্য ভাল। উপবাস থেকে দূরে থাকুন।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
বৃষ
অজানা জায়গায় যাত্রা করার জন্য আজকের দিনটি ভাল নয়। ইট বালির ব্যবসায় লোকসান হতে পারে। সন্তানের সাফল্যে আজ গর্বিত হতে পারেন। পিঠে কিংবা কোমরে যন্ত্রণা হতে পারে, চিকিৎসা না করালে ভোগান্তি বাড়বে। সামান্য অসুবিধা হলেও চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
মিথুন
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি খুবই চিন্তার। কোন আত্মীয়ের মৃত্যু সংবাদ আসতে পারে। ঝগড়া বিবাদ থেকে জটিলতা সৃষ্টি হতে পারে। অনর্থক ঝামেলায় এগিয়ে চলুন। তবে প্রণয় জীবন সুখের হবে। সব কাজে সঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
কর্কট
অর্থাভাবে ঋণ নিতে হতে পারে। তবে চেষ্টা করলে সেই দিন শোধ করা যাবে। কর্মক্ষেত্রের নেতৃত্ব দানের ক্ষমতা সুনাম বাড়াতে পারে। কর্তৃপক্ষের সুনজরে আসবেন। কিন্তু অন্য কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করলে পতন অনিবার্য। বন্ধু ভাগ্য ভাল নয়। যাদের বন্ধু মনে করছেন তারাই ক্ষতি করতে পারে।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
সিংহ
দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। চাকুরীজীবিদের পদোন্নতি হতে পারে। পরিবারের সুপরামর্শ ব্যবসায় লাভ দিতে পারে। তবে বিলাসিতা করলে লাভের গুড় পিঁপড়ে খেয়ে যাবে।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
কন্যা
পরিবার-পরিজনদের সঙ্গে ঝগড়া নৈব নৈব চ। মা-বাবার সঙ্গে মনোমালিন্য হতে পারে। কোন ধরনের অসৎ পথে পা বাড়াবেন না তাতে ক্ষতির আশঙ্কা বেশি। বরং ধীরেসুতে নিজের কাজে মনোনিবেশ করলে দেরিতে হলেও সুফল মিলবে।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
তুলা
প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া হতে পারে। বিবাহিতদের ক্ষেত্রে দাম্পত্য কলহের সমূহ সম্ভাবনা। সঙ্গীর অকারণ ব্যয়ের ফলে প্রচুর খরচা হতে পারে। কিন্তু মনোমালিন্য করলে সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত ঘটে যেতে পারে। তাই সাবধান থাকুন। খরচ হলেও টাকা আসবে কারণ অর্থভাগ্য আজ মোটামুটি ভালই।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজ অর্থ-ভাগ্য খুব ভাল। যাঁরা চাকরি খুজছেন তাঁরা নতুন প্রস্তাব পেতে পারেন। চালের ব্যবসায় ভাল লাভের আশা আছে। তবে দীর্ঘস্থায়ী বিনিয়োগের ক্ষেত্রে সবদিক দেখে তবেই টাকা লাগান। মা এবং স্ত্রীর মধ্যে বিবাদে আপনি সমস্যায় পড়তে পারেন।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
ধনু
শ্বশুরবাড়ির দিক থেকে কোনও ভাল খবর আসতে পারে। নতুন ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটি বেশ ভাল। তবে সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ হতে পারে। কিন্তু মাথায় রাখবেন তাতে পরিবারেরই ক্ষতি। সপরিবার ভ্রমণের যোগ রয়েছে।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
মকর
উচ্চতা থেকে দূরে থাকুন, যদি কাজের জন্য মই বা রেলিংবিহীন সিঁড়িতে উঠতে হয় তবে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। আজ রক্তপাতের যোগ রয়েছে। পড়ে গিয়ে কোমরে চোট লাগতে পারে। যাঁরা আসবাবের ব্যবসা করেন তাঁরা লাভের মুখ দেখতে পারেন।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
কুম্ভ
হনুমানের কৃপায় আজ কুম্ভ রাশির জাতক-জাতিকারা যাতে হাত দেবেন তাতেই সোনা। কর্মক্ষেত্রে চাপ বাড়লেও তাতে আপনার ভালই হবে। চাপ সামলাতে পারলেই পদোন্নতির সুযোগ। দাম্পত্য জীবন মধুর হবে, সন্তান লাভের যোগ রয়েছে।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
মীন
দিনের শুরুটা ভালই হবে। কিন্তু অহমিকা বোধ সর্বনাশ ডেকে আনতে পারে। বিশেষ করে বন্ধুবর্গের সামনে টাকা পয়সা নিয়ে কথা না বলাই শ্রেয়। মেজাজ নিয়ন্ত্রণে রাখুন, অন্যথায় সম্পর্কের দীর্ঘস্থায়ী অবনতি হবে প্রিয়জনদের সঙ্গে।
