আজকাল ওয়েবডেস্কঃ শুধু পোশাক নয়, বিছানার চাদর বা পর্দার মতো ভারী কাপড় কাচতে সাহায্য করে ওয়াশিং মেশিন। ইদানিং সময়ে কিন্তু এই যন্ত্র ব্যবহার করার আগে কিছু নিয়ম জানতে হবে। না হলেই মুশকিল। সঠিক পদ্ধতি না জানা থাকলে অনেক সাধের পোশাকও নষ্ট হয়ে যেতে পারে। তাই পরের বার মেশিন ব্যবহার করার আগে জেনে নিন কিছু নিয়ম।
ওয়াশিং মেশিনে সাধারণত দু-ধরনের হয়- টপ লোডিং ও ফ্রন্ট লোডিং। তবে দু-ধরনের মেশিন পরিষ্কার করার ধরন প্রায় একই। জামা-কাপড় ছাড়াই ওয়াশিং মেশিনের ভিতর প্রথমে জল ভর্তি করুন। তার মধ্যে খানিক সাদা ভিনিগার দিয়ে ২-৩ মিনিট মেশিনটি ওয়াশ মোডে চালিয়ে দিন। তাহলে মেশিনের ভিতরে জীবাণু থাকলে মরে যাবে। তারপর টুথব্রাশ দিয়ে মেশিনের ভিতর থেকে পাইপের অংশ পরিষ্কার করুন। মেশিনের পিছনে যে অংশের সঙ্গে পাইপ লাগানো থাকে, সেখান থেকে পাইপ খুলে মুখটা টুথব্রাশ ঘষে পরিষ্কার করুন।
মেশিন চালিয়ে জল বের করে দিয়ে উপরের ঢাকনা কিছুক্ষণ খুলে রেখে ড্রাম শুকিয়ে নিন। এছাড়া ভিনিগার বা কলিং দিয়ে মেশিনের বাইরের অংশ ভাল করে মুছে নিন। তাহলে বাইরেটাও ঝকঝক করবে।
ওয়াশিং মেশিনে জামা-কাপড় কাচার জন্য ডিটারজেন্ট গুঁড়োর বদলে লিক্যুইড ডিটারজেন্ট ব্যবহার করা ভাল। তাহলে পাইপে ডিটারজেন্ট গুঁড়ো জমবে না। এছাড়া কাপড় মেশিনে দেওয়ার আগে ভাল করে দেখে নিন, যাতে সেফটিপিন বা আর্টিফিসিয়াল বোতাম না থাকে। থাকলে মেশিনে দাগ পড়তে পারে বা কাপড়ও ছিঁড়ে যেতে পারে।
দিনের পর দিন এই ভাবে ওয়াশিং মেশিন অপরিষ্কার রাখলে সেখান থেকে দুর্গন্ধ ছড়ানো স্বাভাবিক। অনেকেই হয়তো ভাবছেন, ওয়াশিং মেশিন পরিষ্কার করা খুব ঝক্কির কাজ। তা কিন্তু একেবারেই নয়। জলের মধ্যে সাবান এবং ভিনিগার দিয়ে জামাকাপড় কাচার মতোই ওয়াশিং মেশিন বেশ কিছু ক্ষণ চালিয়ে রাখলেই কাজ শেষ। তার পর শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই যন্ত্রটি একেবারে নতুনের মতো ঝকঝক করবে। বেশি নয়, বছরে অন্তত দু’বার এই ভাবে ওয়াশিং মেশিন পরিষ্কার করলেই কাজ হবে।
ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন পরিষ্কার করতে চাই সাদা ভিনিগার, ব্লিচ, বালতি, স্পঞ্জ এবং শুকনো কাপড়। এদিকে বেকিং সোডা দিয়েও এটি পরিষ্কার করা যায়।২. মেশিনে সর্বোচ্চ সীমা পর্যন্ত জল ভরে দুই কাপ সাদা ভিনিগার ডিটারজেন্ট ট্রে-তে ঢেলে দিন। এবার ওয়াশ অ্যান্ড স্পিন সাইকেলে মেশিন চালিয়ে দিন। এর ফলে মেশিনের জীবাণু ধ্বংস হবে।৩. এই সাইকেল কমপ্লিট হলে ফের একটি ওয়াশ অ্যান্ড স্পিন সাইকেল শুরু করুন। এবারও জল সর্বোচ্চ লেভেল পর্যন্ত ভরতে হবে। এবার ভিনিগারের পরিবর্তে ডিটারজেন্ট ট্রে-তে দুই কাপ ব্লিচ দিন। এর ফলে কোনোরকম বাজে গন্ধ, জমে থাকা কাপড়ের রোঁয়া, দাগ ইত্যাদি দূর হয়ে যাবে।
