আজকাল ওয়েব ডেস্কঃ বঙ্গে বর্ষা যেন গিয়েও যাবার নাম করছে না।প্যাঁচপ্যাচে গরম সঙ্গে কিছুদিন অন্তরই বৃষ্টি।এই আবহাওয়ায় ত্বক অত্যধিক শুকিয়ে যেতে পারে সঙ্গে হতে পারে আবার ঘাম থেকে অ্যালার্জি বা অন্য সমস্যাও।তবে মরসুম যেমনই হোক, ত্বকের শুষ্ক ভাব দূর করতে কিছু উপায় জেনে রাখুন।ত্বক কেন শুষ্ক হয়ে যাচ্ছে, সেটার কারণ জানা গেলে, সমাধানও অনেক সহজ হয়ে যায়।ত্বক শুষ্ক হয়ে গেলে কফি ব্যবহার করুন।নিজের ত্বককে প্রানবন্ত রাখতে পারবেন।

প্যানে দু'চামচ কফি পাউডার নিন।হাফ গ্লাস জল ঢেলে দিন। এভাবে তিন মিনিট ফোটাতে থাকুন।ঠান্ডা হয়ে গেলে ছাঁকনিতে তুলোর লেয়ার দিয়ে কফির মিশ্রণটি ছেঁকে নিন।এবার এতে এক চামচ কনস্ট্রারচ দিন।ভাল করে চামচ দিয়ে মেশাতে থাকুন যাতে কনস্ট্রারচ দলা পাকিয়ে না থাকে।এই মিশ্রণটি আবার প্যানে দিন।আঁচ কম করে গরম হতে দিন।একভাবে নাড়াচাড়া করুন।ক্রিমের আকারে তৈরি হয়ে গেলে বাটিতে ঢেলে দিন।এক চামচ অ্যালোভেরা জেল ও দুটি ভিটামিন ই ক্যাপসুল এতে মিশিয়ে নিন।ভিটামিন ই ক্যাপসুলের বদলে আপনি আমন্ড তেলও ব্যবহার করতে পারেন।ভালভাবে মিশিয়ে একটি কাচের ছোট জারে ঢেলে রাখুন।রোদের তাপ থেকে দূরে রাখবেন এই বোতলটি।প্রয়োজনে ফ্রিজে রাখুন।রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এই ঘরোয়া উপায়ে তৈরি কফির ফেসক্রিম মুখে আলতো করে ম্যাসাজ করুন।সাতদিনে আপনার ত্বক হবে টানটান ও উজ্জ্বল।এমনকি ঝুলে যাওয়া চামড়াও আঁটোসাঁটো হবে এই উপায়ে।

তাছাড়া কফিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্ট যা ত্বক ভালো রাখতে সাহায্য করে।কফিতে ক্যাফিন ও পলিফেনলের মতো উপাদান আছে যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
সূর্যের ক্ষতিকর আলো আপনার ত্বকের ক্ষতি করে। হাইপারপিগমেন্টশনের হয়। কফি এই ফটোএজিং রুখে দেয়।
ত্বক টানটান রাখতেও সাহায্য করে।আবার কারণ কফির সঙ্গে ভিটামিন ই ক্যাপসুলও আপনার ত্বকে অ্যান্টি-সেলুলাইট উপাদান হিসেবে কাজ করে।ফলে আপনার ত্বকের ইলস্টিসিটি সহজে নষ্ট হতে দেয় না।