আজকাল ওয়েব ডেস্কঃ ঘরে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে বাস্তুর নিয়ম মেনে চলায় বিশ্বাসী অনেকেই। বাড়িতে সেসব নিয়মকে অগ্ৰাহ্য করলে অশান্তি, মানসিক চাপ, আর্থিক সমস্যা ও নেতিবাচক শক্তি সবসময়ই আপনার ছায়াসঙ্গী হয়ে থাকবে।ফলে ব্যক্তিগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।  জীবনীশক্তি আপনার বাড়িতে ছড়িয়ে পড়ে। কিন্তু বাইরে যাওয়ার ও ঘরে আসার এই মূল দরজায় খোলা জুতো ছড়িয়ে ছিটিয়ে রাখলে বা জুতো রাখার জায়গাটি রেখে দিলে সূর্যদেবের থেকে সঞ্চারিত হওয়া সমস্ত পজিটিভ শক্তি আপনার বাড়ির দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। নেতিবাচক শক্তি আপনার বাড়িতে জায়গা করে নেওয়ায় বাড়িতে অসুস্থতা বিশেষ করে হার্টের অসুখ, স্ট্রেস ও অন্যান্য শারীরিক সমস্যার জন্য অঢেল টাকার ব্যয় হতে থাকে।

বাস্তুমতে ঘরে রাখা জিনিসগুলি সঠিক পথে থাকলে ইতিবাচক শক্তি প্রবেশ করে।ঘরের প্রতিটি কোণ পজিটিভ শক্তি বয়ে আনতে বিশেষভাবে উল্লেখযোগ্য।বাস্তুশাস্ত্রে বাড়ির প্রতিটি জিনিস কোন দিকে রাখা উচিত, সঠিক দিকনির্দেশ রাখার কথা উল্লেখ রয়েছে।ঠাকুরঘর, রান্নাঘর বা বাথরুম নিয়ে যেমন বাস্তুশাস্ত্রে নির্দেশ রয়েছে, তেমনি জুতো ও চপ্পল রাখারও জায়গা নিয়েও কিছু নির্দিষ্ট নিয়ম আছে।

বাড়ির জুতো রাখার জায়গাটি আপনার বাড়ির সদর দরজার সামনে বা আশেপাশে রাখবেন না।এতে ঘরে সবসময় নেগেটিভ এনার্জি কাজ করে এবং আপনি শারীরিকভাবে টালমাটাল পরিস্থিতির মধ্যে থাকবেন। জানেন কেন?

বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির মূল দরজার উপর সূর্যদেবের কড়া দৃষ্টি থাকে।এতে সূর্য থেকে আসা শারীরিক সুস্থতা ওসুতরাং সৌভাগ্য, সুস্থতা ও জীবনীশক্তির পেতে আপনার বাড়ির সদর দরজাটির সামনে জুতো বা কোন রকম জিনিস রেখে বাধার সৃষ্টি করবেন না। সূর্যদেবের আশির্বাদ ও সুনজরে থাকতে দরজার সামনের জায়গা থাকুক পরিষ্কার ও ছিমছাম। শারীরিক সুস্থতা ও সুখ- সমৃদ্ধি হবে আপনার সঙ্গী।

বাস্তুমতে, জুতো ও চপ্পল রাখার সঠিক দিক নিয়েও বাস্তুশাস্ত্রে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। ঘরে জুতো রাখার জন্য যে র‌্যাক তৈরি করা হয়, জায়গা বেছে নিয়ে সবসময় জুতো সেখানেই রাখা উচিত।জুতো রাখার জন্য দক্ষিণ বা পশ্চিম দিক বেছে নিতে পারেন।এদিকে রাখা শুভ বলে মনে করা হয়। এতে ঘরে ইতিবাচক শক্তি বজায় থাকে। আর্থিক সমস্যা দূর হয়।