আজকাল ওয়েব ডেস্ক: টুথব্রাশ ব্যবহার দাঁত ও মাড়ির জন্য ভাল।দিনে দু'বার ব্রাশ করতে পারলে আরও ভাল উপকার পাওয়া যায়। তবে আদি অনন্তকাল ধরে একই ব্রাশ ব্যবহার করবেন না। তিন মাসের বেশি সময় ধরে একই টুথব্রাশ ব্যবহার করলে দাঁতের ক্ষতি হতে পারে। 

তাছাড়া, পুরনো টুথব্রাশ অন্য কাজেও ব্যবহার করতে পারেন। যাতে অনেক কঠিন কাজ সহজেই হয়ে যায়।

সোনা কিংবা রুপোর গয়নায় ময়লা জমতে বেশি সময় লাগে না, রুপোর গয়না সঠিক ব্যবহার না করলে তার অল্পদিনেই কালো হয়ে যায়।তবে সুন্দর কারুকাজ করা এই জিনিসগুলি থেকে সেই ময়লা পরিষ্কার করা কিন্তু বেশ কঠিন। এই কঠিন কাজটিই সহজ হয়ে যায় বাতিল করে দেওয়া টুথব্রাশ ব্যবহার করলে। কারণ এর মাধ্যমে কোনায় পৌঁছে নোংরা পরিস্কার করা যায়। একটি পাত্রে দাঁত মাজার মাজন গুঁড়ো সামান্য জল দিয়ে থকথকে করে পেস্ট তৈরি করুন। রুপোর গয়নায় কিছুক্ষণ পুরু করে প্রলেপ লাগিয়ে রাখুন। আধঘন্টা পরে টুথব্রাশ দিয়ে রগড়ে জল দিয়ে ধুয়ে ফেলুন। রুপোর গয়না নতুনের মতো চকচক করবে।

বাড়িতে হেয়ার কালার বা কলপ করার জন্য পুরনো টুথব্রাশই একমাত্র ভরসা। হেয়ার ব্রাশ হিসেবে চুলে রং করতে পছন্দ করেন যারা , এটি ধুয়ে নিয়ে অনায়াসেই ব্যবহার করতে পারেন। চুল ভাল রাখতে অনেকে হেনাও ব্যবহার করেন। তাদের ক্ষেত্রেও বাতিল হয়ে যাওয়া টুথব্রাশ বেশ কার্যকর।

কিছু কিছু শিল্পী আবার টুথব্রাশ আঁকার কাজেও ব্যবহার করেন। এর মাধ্যমে ক্যানভাসে সুন্দরভাবে রং ছিটিয়ে দেওয়া যায়। তাছাড়া বাড়িতে পেডিকিওর করার জন্য এই ব্রাশই দরকার পড়ে।

বাতিল টুথব্রাশ দিয়ে জানলায় খাঁজে আটকে থাকা ময়লাগুলি ঝেড়ে ফেলতে পারেন। আপনার বাড়ির জানলায় যদি জাল থাকে, তা পরিষ্কার করারও মোক্ষম হাতিয়ার পুরনো ব্রাশ। কম্পিউটারের কীবোর্ড স্ক্রাব করতে ব্যবহার করা যায়। 

চুলের চিরুনির জমে থাকা ময়লা তুলতে ব্যবহার করুন পুরনো টুথব্রাশ। জুতোর তলার ময়লা দূর করতেও ব্যবহার করা যায়। ক্যানভাসে রঙের দাগ ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করা যায়। 

বেকিং সোডা ব্রাশে মাখিয়ে ভিজিয়ে রাখুন আধঘন্টা , রান্নাঘরের টাইলসগুলিকে উজ্জ্বল করার জন্য এই পদ্ধতি অনন্য।