আজকাল ওয়েব ডেস্ক: বেশ কয়েকদিন ধরে সোনার দাম চড়া। এদিকে সামনেই বিয়ের মরসুম। কিন্তু গয়না কিনতে গিয়ে মাথায় হাত মধ্যবিত্তের। এমনকী উচ্চ মধ্যবিত্তও সোনায় হাত দিতে পারছে না। তাহলে কি সোনা কিনবে না আমজনতা!
ঘরে সোনা থাকলে ভবিষ্যতের চিন্তা থাকে না, অনেকে নিশ্চয়ই বড়দের থেকে এই কথা শুনেছেন। কিন্তু সোনার দাম যেভাবে চড়চড়িয়ে বেড়েই চলেছে তা কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। বিয়ের গয়নার বাজেটও দিন দিন বাড়ছে। কিন্তু এই বাজারেও যে কম দামে সুন্দর ডিজাইনের সোনার গয়না পাওয়া সম্ভব। কীভাবে? সেখানেই তো চমক!
লাফিয়ে বাড়ছে সোনার দাম। ইচ্ছে থাকলেও হলুদ ধাতুতে হাত দিলেই ছ্যাঁকা লাগছে আমজনতার। তবে ১৪ ক্যারেট সোনা দিয়ে মধ্যবিত্ত সোনার গয়নার সাধ পূরণ করতেই পারেন। আসলে ৮ গ্রামের একটি আংটি ১৪ ক্যারেট সোনায় তৈরি হয়, যা ১৮ ক্যারেটের চেয়ে ২২ শতাংশ এবং ২২ ক্যারেট সোনার চেয়ে ৩৬ শতাংশ সস্তা। তাই তো শুধু তনয়া নয়, ইদানীং সোনার দাম বেড়ে যাওয়ায় অগুনতি ভারতীয় ১৪ ক্যারেট সোনার গয়নাতেই সন্তুষ্ট হচ্ছেন।
বর্তমানে ১৪ ক্যারেট সোনার গয়না ট্রেন্ডিং। এই ধরনের গয়নায় অন্যান্য ধাতুর সঙ্গে মিশ্রিত খাঁটি সোনার পরিমাণ থাকে ৫৮.৩ শতাংশ। প্রথাগত সোনার গয়নায় ২২ ক্যারেট সোনা ব্যবহার করা হয়। কিন্তু সম্প্রতি কয়েক দশকে ১৪ ক্যারেট সোনা জনপ্রিয় হয়ে উঠেছে। কলকাতায় মঙ্গলবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৬৬৯০০ টাকা।
একইসঙ্গে ১৪ ক্যারাটের গয়না বিক্রি করতে চাইলেও বেশ লাভ পাওয়া যায়। ২২ ক্যারেট সোনা বদলে যেমন পুরো সোনাই পাওয়া যায়, তেমনই ১৪ ক্যারেটেও রয়েছে সেই সুবিধা।
ঘরে সোনা থাকলে ভবিষ্যতের চিন্তা থাকে না, অনেকে নিশ্চয়ই বড়দের থেকে এই কথা শুনেছেন। কিন্তু সোনার দাম যেভাবে চড়চড়িয়ে বেড়েই চলেছে তা কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। বিয়ের গয়নার বাজেটও দিন দিন বাড়ছে। কিন্তু এই বাজারেও যে কম দামে সুন্দর ডিজাইনের সোনার গয়না পাওয়া সম্ভব। কীভাবে? সেখানেই তো চমক!
লাফিয়ে বাড়ছে সোনার দাম। ইচ্ছে থাকলেও হলুদ ধাতুতে হাত দিলেই ছ্যাঁকা লাগছে আমজনতার। তবে ১৪ ক্যারেট সোনা দিয়ে মধ্যবিত্ত সোনার গয়নার সাধ পূরণ করতেই পারেন। আসলে ৮ গ্রামের একটি আংটি ১৪ ক্যারেট সোনায় তৈরি হয়, যা ১৮ ক্যারেটের চেয়ে ২২ শতাংশ এবং ২২ ক্যারেট সোনার চেয়ে ৩৬ শতাংশ সস্তা। তাই তো শুধু তনয়া নয়, ইদানীং সোনার দাম বেড়ে যাওয়ায় অগুনতি ভারতীয় ১৪ ক্যারেট সোনার গয়নাতেই সন্তুষ্ট হচ্ছেন।
বর্তমানে ১৪ ক্যারেট সোনার গয়না ট্রেন্ডিং। এই ধরনের গয়নায় অন্যান্য ধাতুর সঙ্গে মিশ্রিত খাঁটি সোনার পরিমাণ থাকে ৫৮.৩ শতাংশ। প্রথাগত সোনার গয়নায় ২২ ক্যারেট সোনা ব্যবহার করা হয়। কিন্তু সম্প্রতি কয়েক দশকে ১৪ ক্যারেট সোনা জনপ্রিয় হয়ে উঠেছে। কলকাতায় মঙ্গলবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৬৬৯০০ টাকা।
একইসঙ্গে ১৪ ক্যারাটের গয়না বিক্রি করতে চাইলেও বেশ লাভ পাওয়া যায়। ২২ ক্যারেট সোনা বদলে যেমন পুরো সোনাই পাওয়া যায়, তেমনই ১৪ ক্যারেটেও রয়েছে সেই সুবিধা।
