আজকাল ওয়েব ডেস্কঃ নেতিবাচক শক্তি শুধুমাত্র আপনার বাড়ির অন্দরেই প্রবেশ করে তা নয়, আপনার জীবনেও এর কুনজর পড়ে।
সময়ের মধ্যে এর উপায় না করলে পরিবারের সদস্যদের জীবন নানা সমস্যায় ঘিরে যায়।পরিবারে কলহ, পারস্পরিক বিবাদ, অবসাদের পরিস্থিতি দেখা দেয়।আর্থিক অভাব-অনটন ও পরিবারের সদস্যদের ঘন ঘন অসুস্থতা লেগেই থাকে।
আপনার ব্যক্তিগত জীবনেও সেই নেতিবাচক প্রভাব পড়ে।ব্যবসা, চাকরি ও যেকোনও উন্নতির পথে বাধা সৃষ্টি হয়।
সমস্যা থাকলে তার সমাধানও আছে অবশ্যই।
একটি ছোট ফটকিরির ম্যাজিকেই নেগেটিভ শক্তির নাশ হবে এবং বুধকে শক্তিশালী করবে।বহু পুরনো এই জিনিস বাবা কাকাদের দাড়ি কামানোর জন্য ব্যবহার হতো।কিন্তু নেগেটিভ শক্তিকে দূর করতে এর ভূমিকা জানলে অবাক হবেন।ফটকিরি কেবলমাত্র জল পরিশোধন করার কাজে ব্যবহার করা হয় তা কিন্তু নয়।বাস্তু শাস্ত্র অনুযায়ী ফটকিরি আমাদের জীবনের অবনতির পথ কাটিয়ে উন্নতির পথ খুলে দেয়।অনেক সময় অশুভ বাস্তুর ফলে যেসব বাধার সৃষ্টি হয়, সেক্ষেত্রে ফটকিরি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।গ্রহের দশাকেও অনেকাংশে কমায় এর সঠিক ব্যবহার।
বুধবার আপনার ব্যাগে একটি ফটকিরির টুকরো রাখুন।নিজের সঙ্গে ব্যাগটি সবসময় রাখতে হবে।প্রতি সপ্তাহে সেটি বদলে দিয়ে নতুন রাখবেন।আপনার ব্যবসা বা কর্ম প্রতিষ্ঠানে সমস্ত বাধা সরে গিয়ে আপনাকে উন্নতির শিখরে পৌঁছে দেবে এই ফটকিরি।
যাদের বাড়িতে বাস্তু দোষ আছে, তারা শনিবার করে সদর দরজার বাইরে রাখা ম্যাট বা পাপোশের নিচে একটি ছোট টুকরো ফটকিরি রেখে দিন।প্রতি সপ্তাহে বদলে নতুন রাখবেন। আপনার সংসারের সমস্ত অশান্তি, অনটন, রোগবালাই দূর করতে অব্যর্থ এই টোটকা।
তাছাড়া জীবনের সব বাধা কাটিয়ে ওঠার জন্য এক টুকরো ফটকিরি কালো কাপড়ে বেঁধে ঘরের প্রধান দরজায় ঝুলিয়ে দিতে হবে।ধীরে ধীরে সব পরিস্থিতি সামলে উঠবেন।
বেশ কিছুটা ফটকিরি বাথরুমের যেকোনও এক জায়গায় রেখে দিন।সপ্তাহে বা মাসে একবার তা বদলে দিতে হবে।এর ফলে ঘরের যত রকম নেগেটিভ শক্তি রয়েছে সব দূর হবে।
