আজকাল ওয়েব ডেস্ক: উপহার পেতে কার না ভাল লাগে?আবার কাওকে তার পছন্দ ও প্রয়োজন বুঝে উপহার দেওয়ার মধ্যেও কিন্তু অনেক আনন্দ আছে।কিন্তু সব জিনিস উপহার হিসেবে দিতে নেই বা উপহার হিসেবে গ্রহণও করতে নেই।এর ফলে আমাদের জীবনে ক্ষতিকর প্রভাব পড়তে পারে।বাস্তুমতে উপহারের মারাত্বক প্রভাব পড়ে আমাদের জীবনে। এমন অনেক কিছু আছে, যেগুলি উপহার হিসেবে দিলে বা নিলে জীবনে প্রচণ্ড আর্থিক অনটন দেখা দিতে পারে।এমনকি মানসিক শান্তি বিঘ্নিত হয়ে নেগেটিভ শক্তির প্রভাব জীবনে চলে আসে।তীক্ষ্ণ বা ধার বস্তু- কাঁচি, ছুরি, তলোয়ার বা কোনও দাহ্য পদার্থ উপহার হিসেবে দেওয়া উচিত নয়। এতে পারস্পরিক সম্পর্ক নষ্ট হতে পারে।

যে কোনও দেবদেবীর মূর্তি বা ছবি কখনও কাউকে দেবেন না বা কারোর কাছ থেকে উপহার হিসেবে নেবেন না। কারণ সেই ছবি বা মূর্তি রাখার সঠিক স্থান হয়তো তাঁর অজানা, কিংবা সঠিক নিয়মে তাঁর সেবা হয়তো হবে না।ফলে যিনি দিচ্ছেন অথবা যিনি নিচ্ছেন, উভয়েরই চরম ক্ষতি হয়।

হাতে পরার ঘড়ি বা বাড়ির দেওয়ালে টাঙানোর ঘড়ি কাওকে কখনও গিফ্ট করবেন না।উপহার হিসেবে ঘড়ি দিলে যে ব্যক্তি উপহার পাচ্ছেন, তাঁর আয়ুক্ষয় হয় বলে প্রচলিত বিশ্বাস।

সস্তা হোক বা দামি, উপহারের জন্য আমরা বিভিন্ন ধরনের গন্ধের আতর বা পারফিউম দিয়ে থাকি।যা একেবারেই স্বাস্থ্যসম্মত নয়।এতে যে গিফ্ট করছে তার জীবনে বহু বাধার সৃষ্টি হবে এবং কোন কাজে উন্নতি হবে ন।

সাইড ব্যাগ বা টাকার পার্স কাওকে গিফ্ট করতে নেই।এতে মা লক্ষ্মী রুষ্ট হন ও আর্থিক স্বচ্ছলতা নষ্ট হয়ে যায়।

পেন বা পেনসিলকে উপহার হিসেবে বেছে নেবেন না।এতে আপনি যাকে উপহারটি দিচ্ছেন তার নানা ধরণের শারীরিক জটিলতা ও অসুস্থতা তৈরি হতে পারে। আবার আপনার নিজের কাজের সঙ্গে সম্পর্কযুক্ত কোনও জিনিস উপহারে দিলে, আপনাকে ক্ষতি স্বীকার করতে হবে।