আজকাল ওয়েবডেস্ক: বাত-ব্যথায় ভোগা রোগীদের জন্য আশার আলো দেখাচ্ছে সাম্প্রতিক একটি গবেষণা। এতদিন মূলত মশলা হিসেবে পরিচিত কালো জিরে বা নাইজেলা স্ট্যাটিভা। কিন্তু ভারতের এই অতিপরিচিত মশলার তেলই এখন অস্থিসন্ধির স্বাস্থ্য রক্ষা এবং তরুণাস্থির ক্ষয় রোধে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এর মূলে রয়েছে কালো জিরেতে থাকা বিশেষ একটি উপাদান ‘থাইমোকুইনোন’।
গবেষণাগারে খরগোশের উপর চালানো এক পরীক্ষায় এর কার্যকারিতার প্রমাণ মিলেছে। বিজ্ঞানীরা খরগোশের অস্থিসন্ধিতে সরাসরি কালো জিরের তেল প্রয়োগ করে দেখেছেন, এটি অস্টিওআর্থারাইটিসের প্রাথমিক ক্ষয় থেকে তরুণাস্থিকে রক্ষা করতে সক্ষম। যে খরগোশদের এই তেল দেওয়া হয়েছিল, তাদের শারীরিক অবস্থার উন্নতি অন্যদের তুলনায় অনেকটাই ভাল ছিল, যা ওএআরএসআই-এর মতো বৈজ্ঞানিক মাপকাঠিতেও প্রমাণিত।
আরও পড়ুন: ‘ধরবে নাকি?’ পুরুষাঙ্গ দেখিয়ে কুপ্রস্তাব দেন প্রযোজক! টাকার বিনিময়ে সঙ্গমও করেন কামসূত্রের নায়িকা?
আরও পড়ুন: অতিরিক্ত বীর্যপাতে মৃত্যু! শুক্রাণু দান করার নেশায় ডাক্তারি পড়ুয়ার করুণ পরিণতি জানলে চোখে জল আসবে
শুধু তাই নয়, মানুষের উপর চালানো এক ক্লিনিক্যাল ট্রায়ালেও মিলেছে অভাবনীয় সাফল্য। ট্রায়ালে হাঁটুতে অস্টিওআর্থারাইটিসের সমস্যায় ভোগা রোগীদের ছয় সপ্তাহ ধরে কালো জিরের তেল লাগানোর পরামর্শ দেওয়া হয়। দেখা গিয়েছে, এতে তাঁদের ব্যথা এবং গাঁটের আড়ষ্টতা উল্লেখযোগ্যভাবে কমেছে। শারীরিক সচলতাও আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, যা ‘ভিজুয়াল অ্যানালগ স্কেল’ এবং ‘ওয়েস্টার্ন অন্টারিও অ্যান্ড ম্যাকমাস্টার ইউনিভার্সিটিজ অস্টিওআর্থারাইটিস ইনডেক্স’-এর মতো সূচকে মাপা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, কালো জিরের মধ্যে থাকা থাইমোকুইনোনের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি (প্রদাহ-বিরোধী) এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলী অস্থিসন্ধির ক্ষয়কে বাধা দেয়। ফলে এটি গাঁটের ব্যথা কমানোর এক প্রাকৃতিক উপায় বলে গণ্য হতে পারে।
তবে বিজ্ঞানীরা এও জানাচ্ছেন যে, গবেষণা এখনো প্রাথমিক স্তরে রয়েছে। এর দীর্ঘমেয়াদী উপকারিতা কতটা এবং ঠিক কীভাবে এই তেল কাজ করে সেই সম্পর্কে বিশদে জানতে আরও বড় আকারের গবেষণার প্রয়োজন।
তাই চিকিৎসকেরা এখনই এই তেলকে চিকিৎসার মূল স্রোতে আনতে চাইছেন না। তাঁদের পরামর্শ, যে কোনও বিকল্প চিকিৎসা পদ্ধতি শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত। বিশেষত, অন্য কোনও ওষুধ চললে বা অ্যালার্জির সমস্যা থাকলে কালো জিরের তেল ব্যবহার করা নিরাপদ কি না, তা বিশেষজ্ঞের থেকে জেনে নেওয়া আবশ্যক। একক চিকিৎসা হিসাবে না দেখে এক আধুনিক চিকিৎসা পদ্ধতির সহায়ক প্রক্রিয়া হিসাবে দেখাই ভাল বলে মত বিশেষজ্ঞদের।