আজকাল ওয়েব ডেস্ক: দুর্গাপূজো, লক্ষ্মীপুজোর পরই এবার আলোর উৎসবের প্রস্তুতি শুরু। বছরের এই সময়ে বাঙালি বিশেষ করে অবাঙালিরা ঘরের আসবাবপত্র, বাড়ির আনাচে কানাচে পরিষ্কার করেন।সুখ শান্তি স্বচ্ছলতা বজায় রাখতে কালীপুজোর দিন প্রায় প্রত্যেকেই ধনলক্ষ্মীর আরাধনা করেন।

কোনও শুভ কাজের আগে মা-ঠাকুমারা তাই করেন। ঘর পরিস্কারের কথা ভাবলেই বেশি করে আলসেমিতে পেয়ে বসে। এমন অবস্থা আপনার হয় তবে এইসব সহজ উপায় জেনে রাখুন।

প্রথমেই কাজ ভাগ করে নিন। বাড়ির সব সদস্যের মধ্যে কাজের একটি লিস্ট দিয়ে দিন। এতে সময় ও পরিশ্রম দুইই বাঁচবে।

ঘর ঝাড়ার সময় অনেকেই চেয়ার বা টুলের উপর দাঁড়িয়ে সিলিং বা সিলিং ফ্যান পরিষ্কার করেন। এতে বিপদ হতে পারে। তাই ছোট্ট সিঁড়ি কিনুন। এতে আপনার পরিষ্কার করতে সুবিধা হবে এবং পড়ে যাওয়ার ভয়ও থাকবে না।

রোজ যদি অল্প করে ঘর পরিষ্কার রাখেন, তাহলে একদিনে বেশি চাপ পড়বে না। ঘর ঝাড়াটাকে প্ল্যান করে নিন। বাড়ির অন্য সদস্যদেরও বলুন আপনাকে সাহায্য করতে। এতে কাজ সহজ হয়ে যাবে। একদিনেই গোটা বাড়ির ময়লা পরিষ্কার করার চাপ নেবেন না। নতুন জামা কাপড়ের জন্য আলাদা করে একটি নতুন জায়গা তৈরি করুন। পুরনো জামা ছোট ও নষ্ট হয়ে গেলে এই সময়ই তার বাতিল করুন।এতে অনেকটা জায়গা পরিস্কার হবে।

পর্দা খুলে কেচে নিন বা বদলে ফেলতে পারলে আরও ভাল হয়। এতে বাড়ির আভরণ বদলে যাবে।পেলমেট পরিষ্কার করে নিন। যদি পর্দা না খুলতে চান, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পর্দা পরিষ্কার করতে পারেন। ভ্যাকুয়াম ক্লিনার না থাকলে, বড় নরম ঝাঁটা দিয়ে ভাল করে পর্দা ঝেড়ে নিন।

আসবাবপত্র পরিষ্কার করার জন্য পাতলা কাপড় ব্যবহার করুন। কাপড়টি ভিজিয়েও নিতে পারেন। এতে আসবাবপত্রে লেগে থাকা ময়লা জলদি দূর হবে।মেঝেতে কার্পেট থাকলে তার উপর বেকিং সোডা ছড়িয়ে দিন। কিছুক্ষণ রেখে ভাল করে পরিষ্কার করে নিন।দুর্গন্ধ দূর হবে।