আজকাল ওয়েবডেস্ক: মাঝেমধ্যেই এমন কিছু ধাঁধা সমাজমাধ্যমে ভাইরাল হয় যা সমাধান করা বেশ কঠিন। তেমনই একটি ধাঁধা ঘিরে জোর শোরগোল পড়েছে সমাজমাধ্যম ‘এক্স’-এ। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ অনেকেই তার উত্তর খুঁজতে গিয়ে হচ্ছেন কুপোকাত। দেখুন তো আপনি সঠিক উত্তর খুঁজে পান কি না?
১৬ ফেব্রুয়ারি ধাঁধাটি পোস্ট করেছেন বেন ও ওয়াইন নামের এক ব্যক্তি। আর পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে গিয়েছে। পোস্টে দেখা যাচ্ছে ধূসর রঙের প্রেক্ষাপটে কালো রংয়ের দাগ দিয়ে একটি চক্রাকার ছবি আঁকা। আর সেই ছবির মধ্যেই লুকিয়ে আছে একটি সংখ্যা। সঠিক সংখ্যাটাই খুঁজে পাচ্ছেন না অনেকে। ফরাসি লেখক ফিলিপ আওক্লেয়ার থেকে শুরু করে খ্যাতনামা সাঁতারু শ্যারন ডেভিস অনেকেই চেষ্টা করেও বিফল হয়েছেন।
 
 চেষ্টা করেছেন সাধারণ নেটিজেনদের একাংশও। কেউ বলেছেন সঠিক উত্তর ৫২৮, কারও দাবি সংখ্যাটি আসলে ৪৫২৮৩। তবে এর কোনওটিই সঠিক জবাব নয়। উত্তর হল ৩৪৫২৮৩৯। এই ধাঁধাটি চোখের ক্ষমতা যাচাই করার জন্য ব্যবহৃত হয়। বিজ্ঞানের ভাষায় বিষয়টিকে বলে ‘কন্ট্রাস্ট সেনসিটিভিটি’ অর্থাৎ দুই বা ততোধিক রঙের মাঝে তফাৎ করতে পারার ক্ষমতা। যিনি পুরো সংখ্যাটি দেখতে পাবেন তার এই ক্ষমতা সবচেয়ে বেশি।
