আজকাল ওয়েবডেস্ক: এ যেন কোনও কল্পবিজ্ঞানের ছবির দৃশ্য। রাস্তায় চলতে চলতে হঠাৎ করেই আকাশে উড়তে শুরু করল ট্যাক্সি! এবার আর কল্পবিজ্ঞান নয়, বাস্তবেই ব্যক্তিগত পরিবহনের ধারণায় বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে উড়ন্ত গাড়ি। অন্তত এমনটাই দাবি স্লোভাকিয়ার সংস্থা ক্লিন ভিশন-এর।
সংস্থার এহেন দাবির নেপথ্যে রয়েছে তাদের উদ্ভাবিত এয়ারকার। এই যানটি একইসঙ্গে গাড়ি ও বিমানের ভূমিকা পালন করতে সক্ষম। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের শুরুতেই বাজারে চলে আসবে এই এয়ারকার। বহুল ব্যবহারের জন্য বাণিজ্যিক ভিত্তিতে তৈরি করা উড়ন্ত গাড়ি হিসেবেই বাজারজাত করা হবে এই যান।
বহুপ্রতীক্ষিত এই এয়ারকারের প্রধান বৈশিষ্ট্য হল এর দ্রুত রূপান্তর ক্ষমতা। মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে এটি রাস্তা থেকে আকাশে ওড়ার জন্য প্রস্তুত হতে পারে। বোতাম চাপলেই এর ডানা প্রসারিত হয় এবং এটি একটি পূর্ণাঙ্গ বিমানে পরিণত হয়। রাস্তায় সাধারণ গাড়ির মতো চলার পর প্রয়োজন অনুযায়ী মাত্র ৩০০ মিটারের মধ্যে এটি আকাশে উড়তে সক্ষম। ক্লিন ভিশনের এই গাড়ি ইতিমধ্যেই স্লোভাক ট্রান্সপোর্ট অথরিটি থেকে এয়ারওয়ার্থিনেস সার্টিফিকেট অর্থাৎ ওড়ার যোগ্যতা অর্জন করে ফেলেছে। ইতিমধ্যেই স্লোভাকিয়ার দুই শহরের মধ্যে ৩৫ মিনিটের সফল আন্তঃনগর পরীক্ষামূলক উড্ডয়ন হয়েছে এই যানের। সংস্থাটি জানিয়েছে, প্রচলিত পেট্রোল বা গ্যাসোলিন চালিত এই এয়ারকার বিভিন্ন মডেলে পাওয়া যাবে। দাম শুরু হবে এক মিলিয়ন মার্কিন ডলারের থেকে। যা ভারতীয় মুদ্রায় প্রায় নয় কোটি টাকার কাছাকাছি।
