বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। যেমন শীঘ্রই শুক্রের মালব্য রাজযোগে চার রাশির জীবনে বিরাট বদল আসতে চলেছে।
শুক্র হল সম্পদ, সুখ, সমৃদ্ধি, সৌন্দর্য্য এবং বিলাসের কারক গ্রহ। শুক্রের এক রাশি থেকে অন্য রাশিতে যাওয়ার কারণে ব্যক্তিগত থেকে পেশাগত জীবন, সমস্ত খাতেই প্রভাব পড়ে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্র যখন কোনও ব্যক্তির উপর আশীর্বাদ বর্ষণ করে, তখন সেই ব্যক্তির জীবনে কোনও কিছুর অভাব হয় না। শুক্রের প্রভাবে জীবনে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।
বর্তমানে শুক্র কন্যা রাশিতে রয়েছে। আগামিকাল ২ নভেম্বর দুপুর ১টা ২১ মিনিটে তুলা রাশিতে প্রবেশ করবে শুক্র। নিজের রাশি তুলায় গমন করলে শুক্র মালব্য রাজযোগ গঠিত করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, পঞ্চ মহাপুরুষ যোগের মধ্যে একটি হল মালব্য রাজযোগ। এই যোগকে বলা হয় বিলাসিতা, প্রেম, সৌন্দর্য, সাফল্যের প্রতীক। মালব্য যোগের কারণে চার রাশির ওপর শুভ প্রভাব পড়বে। নভেম্বরের শুরুতে অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-
বৃষঃ মালব্য যোগ বৃষ রাশির জন্য লাভজনক হবে। যে কোনও কাজ খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে পারবেন। সাফল্যও আসবে সহজে। পারিবারিক সমস্যার সমাধান খুঁজে পাবেন। কর্মক্ষেত্রে সঠিকভাবে দায়িত্ব পালনে প্রশংসা পেতে পারেন। ব্যক্তিত্বের ইতিবাচক উন্নতি হবে।
তুলা: শুক্রের শুভ প্রভাব আসবে তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে। নতুন চাকরির সন্ধান পেতে পারেন। অবিবাহিতদের কাছে বিয়ের প্রস্তাব আসতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। সন্তানের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটবে।
ধনু: মালব্য রাজযোগ ধনু রাশির সুদিন ফেরাবে। শেয়ার বাজারে বিনিয়োগ করে লাভ পাবেন। আচমকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। নতুন আয়ের পথ খুলে যাবে। লটারি কাটলে প্রাপ্তিযোগ রয়েছে। সঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।
মকর: মকর রাশির ব্যক্তিদের জন্যও মালব্য রাজযোগ শুভ হবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা কুড়োবেন। ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন। ব্যক্তিগত জীবনে ঝঞ্ঝাট মিটবে। পৈত্রিক সম্পত্তির উত্তরাধিকার হতে পারেন।
