আজকাল ওয়েব ডেস্কঃ যারা শুভ শক্তির অস্তিত্বকে স্বীকার করেন, অশুভ শক্তির প্রভাবও যে রয়েছে সেটিও তারা অস্বীকার করেন না।আপনার ঘরেই তার প্রভাব থাকতে পারে। শুধু বুঝে নিতে প্রয়োজন কিছু লক্ষণ বুঝে নেওয়ার।
বাড়িতে কোনও সদস্য ক্রমাগত অসুস্থ হয়ে পড়ছেন।  চিকিৎসা করেও কোনও ফল মিলছে না। কোনও শুভ কাজের জন্য খুব চেষ্টা করছেন। শেষ মুহূ্র্তে গিয়ে সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। সাফল্য কাছে এসেও ধরা দিচ্ছে না।
 
 কর্মক্ষেত্রে সুযোগ পাচ্ছেন। কিন্তু কিছুতেই সেগুলো কাজে লাগাতে পারছেন না। কোনওভাবে বাধা পড়ছে।
 
 বিনা কারণে আলস্য বোধ হচ্ছে। কোনও কাজ করতে ইচ্ছে করছে না। অদ্ভুত একটা নিরুৎসাহ নিজের মধ্যে কাজ করলে কিছু ভুল বা খারাপ প্রভাব আপনাকে ঘিরে আছে তা ধরে নিতে হবে।
 
 নিজের বাড়িতে থাকতেই অস্বস্তি লাগছে। নিরাশা চরমে পৌঁছে যাচ্ছে। এমনকী মাঝে মধ্যে আত্মহত্যা করার কথাও মনে হতে পারে যদি আপনার বাড়িতে নেগেটিভ শক্তি বিরাজ করে। স্বামী স্ত্রী বা বাড়ির অন্য সদস্যদের মধ্যে সম্পর্কের অবনতি, অশান্তি, দাম্পত্য কলহ নেগেটিভ এনার্জির বড় লক্ষণ। যদি প্রতিনিয়ত আপনার বাড়িতে ঘটে থাকে এমনই সব ঘটনা বুঝবেন নেগেটিভ এনার্জির প্রভাব রয়েছে। ভয় পাওয়ার কিছু নেই। সমস্যা থাকলে তার সমাধানও থাকে। তবে শুধু ঈশ্বরে বিশ্বাস রাখলেই হবে না, আপনাকেও কয়েকটি পদক্ষেপ নিতে হবে।
বাড়ির মধ্যে টবে ছোট ছোট গাছও লাগাতে পারেন। এতে পজিটিভ এনার্জি পাওয়া যায়। জলে লেবুর রস, নুন, সাদা ভিনিগার মিশিয়ে নিন। তারপর তা দিয়ে দরজা ও জানলা ভালো করে মুছে নিন। পাপোশের নিচে সন্ধক লবন দিয়ে তা দরজার সামনে রাখতে পারেন। এতে নেগেটিভ এনার্জি দূরে থাকে।
 
 রান্নাঘর, বাথরুম ও ঠাকুরঘরে ধুলো ময়লা জমতে দেবেন না। সাংসারিক শ্রীবৃদ্ধির পথে তা বাধা হয়ে দাঁড়ায়।
গ্লাসের মধ্যে একটু জল নিয়ে তাতে নুন মিশিয়ে বাথরুমের কোনও একটি জায়গায় রেখে দিতে পারেন। এতে নেগেটিভ এনার্জি দূর হয়।
 
 ধূপের গন্ধ পজিটিভ এনার্জি দেয়। ঘরে ঢুকে এই গন্ধ পেলেই দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে।
ঘরের নেতিবাচক ভাব দূর করার জন্য একটি পরিস্কার পাত্রে কয়েকটি তেজপাতা নিয়ে পুড়িয়ে নিন। তারপর জানলা খুলে সেই ধোঁয়া ঘরের বাইরে বের করে দিন। ঘরের নেগেটিভ এনার্জি সরিয়ে ফেলার জন্য তেজপাতা গুরুত্বপূর্ণ।
বাড়িতে অনেক পুরোনো ব্যবহৃত জিনিসপত্র বেশিদিন জমিয়ে রাখলে সেখানে নেগেটিভ এনার্জি জমে থাকে। তাই পুরোনো জিনিস প্রয়োজন বুঝে বাতিল করুন, কিংবা নতুনভাবে ব্যবহার করার পদ্ধতি খুঁজে নিন। ভাঙা ঘড়ি, ভাঙা কাঁচের জিনিস কিংবা শুকনো গাছ বা ফুলও রাখবেন না বাড়িতে, এতে নেগেটিভ এনার্জি বাড়ি থেকে বের করা কঠিন হয়ে যায়।
