আজকাল ওয়েব ডেস্ক: উৎসবের আমেজ চারিদিকে। প্যান্ডেলে প্যান্ডেলে উপচে পড়ছে ভিড়।শুধু রাতে নয়, দিনের বেলায়ও ঠাকুর দেখা, ঘোরাতে খামতি নেই কারোর।কড়া রোদকে উপেক্ষা করেই চলছে আনন্দ লুটে নেওয়া।এসবের মাঝে হঠাৎ দেখলেন ত্বকে ট্যান পড়ে কালো হয়ে গেছে শরীরের বেশিরভাগ জায়গা।মন খারাপ করে নিশ্চয়ই বাড়িতে বসে থাকবেন না। পার্লারও প্রায় সব বন্ধ।কি করবেন বুঝতে না পারলে বাড়িতে তৈরি করে নিন এই ঘরোয়া উপাদানে তৈরি বডি স্ক্রাব।যা আপনার শরীরের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনবে মাত্র দু'দিনের ব্যবহারে।
বাটিতে দেড় কাপ বেসন ও দু'চামচ টক দই নিন। অর্ধেক লেবুর রস দিন।সঙ্গে দিন এক চিমটে হলুদগুঁড়ো ও চার চামচ দুধ। সমস্ত উপকরণগুলো ভাল করে ফেটিয়ে মিশিয়ে নিন। স্নানের আগে নিয়ম করে চার থেকে পাঁচ দিন সাবানের পরিবর্তে এই বডি স্ক্রাবার দিয়ে স্ক্রাব লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করে স্নান করুন।শরীরের ট্যান উঠে নিমেষেই দূর হবে কালো দাগ ছোপ।জ্বল জ্বল করবে গায়ের রং।
যুগ-যুগ ধরে রূপচর্চায় বেসন ব্যবহার করা হয়।বেসন ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। বেসনের সঙ্গে দই মেশালে তার আরও ভাল ফল দেয়।ত্বকের সুস্থতার জন্য রান্নার নানান উপাদানে রয়েছে সত্যিকারের প্রাকৃতিক গুণ।টক দইয়ে প্রচুর পরিমাণে ভিটামিন ই, বি২, বি১২, পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম মেলে।তাছাড়া এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক।এমনকী টক দইয়ে ভিটামিন এ-এর সন্ধানও পাওয়া যায়।আর এই প্রতিটি উপাদানই যে ত্বকের জন্য ভারী উপকারী।তাই হলুদ, বেসন থেকে দইয়ের মত নানান উপকরণ ত্বকের যত্নে ব্যবহার করা হয়।ত্বকের যত্নে টক দইয়ের জুড়ি মেলা ভার।তাই টক দইয়ের ফেসপ্যাক নিয়মিত মুখে লাগালে ত্বকের টানটানভাব অটুট থাকে। ত্বকের জেল্লা বেড়ে উজ্জ্বলতা ফিরবে নিমেষেই।
