আজকাল ওয়েবডেস্কঃ মুখের সৌন্দর্য ধরে রাখার পাশাপাশি শরীরের ত্বকের যত্নও প্রয়োজন। এই জন্য সপ্তাহে একবার থেকে দু’বার বডি স্ক্রাব করতে হবে। বাজার থেকে দামি স্ক্রাব কিনে আনতে হবে এমনটা নয়, ঘরে বসেও সহজেই তৈরি করতে পারেন বডি স্ক্রাব। এতে খরচও কম হবে আর বাড়িতে বানানো স্ক্রাব অন্যান্য বাজার চলতি স্ক্রাবের থেকে বেশি কার্যকরী। এই ক্ষেত্রে চিনির উপকারিতা অসামান্য। বেশি চিনি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও ত্বকের জন্য এই উপাদান ভীষণ গুরুত্বপূর্ণ। জানুন চিনি দিয়ে তৈরি এই ঘরোয়া বডি স্ক্রাবারের উপকারিতা ও কীভাবে তৈরি করবেন।

একটি এয়ারটাইট কন্টেনারে দু'কাপ ভরে চিনি দিয়ে দিন। আপনি চাইলে চিনিকে গুঁড়ো করেও দিতে পারেন। চিনির সঙ্গে ভাল মতো মিশিয়ে নেওয়া যাবে এমন পরিমাণে মধু চামচে করে ঢেলে মাখতে থাকুন। এবার আপনার রোজের ব্যবহারের বডি ওয়াশ জেল বেশ কিছুটা দিতে হবে। খুব ভাল করে মিশিয়ে নিন। সপ্তাহে অন্তত তিনদিন এই বডি স্ক্রাবার ব্যবহার করে স্নান করলে আপনার ত্বকের উজ্জ্বলতা বহুগুণ বেড়ে যাবে। 

মরা চামড়া চেহারার জেল্লা কমিয়ে দিয়ে রুক্ষ ভাব আনে। এই মরা চামড়া তুলতে ভাল কাজ করে চিনি। ত্বক শুকিয়ে যাওয়ার সমস্যা যেকোনও ঋতুতেই হতে পারে। ত্বক জল টানতে থাকে। তাই এই সময় চেহারার ঔজ্জ্বল্য ধরে রাখতে ত্বকের আর্দ্রতা প্রয়োজন। ত্বকের শুকনো কোষ দূর করা যায় এবং দূরে রাখা যায় ত্বকের একাধিক সমস্যা। চিনির ত্বকে আলতোভাবে ম্যাসাজ করার সাথে সাথে আটকে থাকা ছিদ্রপথগুলো পরিষ্কার হয়ে যায় এবং ত্বক উজ্জ্বলতা ফিরে পায়। মধুতে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ মধু আমাদের ত্বককে কোমল রাখতে সাহায্য করে।