আজকাল ওয়েবডেস্কঃ ত্বকের যত্নে মুলতানি মাটির ব্যবহার বহুকাল ধরেই চলে আসছে। ত্বকের বিভিন্ন সমস্যায় মুলতানি মাটির ব্যবহার অভাবনীয়। মুলতানি মাটি ত্বকের হাল ফেরাতে যে বেশ কার্যকরী ভূমিকা নেয়, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে আয়ুর্বেদেও এই প্রাকৃতিক উপাদানটির ব্যবহার চোখে পড়ে। তাই তো এর কদর কখনও কমেনি।
মুলতানি মাটি ত্বককে গভীর থেকে পরিষ্কার করতে এবং অতিরিক্ত তেল শোষণ করতে সাহায্য করে। আপনি যদি তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পেতে চান, তাহলে এই ফেসপ্যাকটি আপনার জন্য দারুণ। মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশে, এটি ত্বকের হাইড্রেশনের মাত্রা ঠিক রাখে। জেনে নিন কীভাবে বানাবেন এই ফেস প্যাক।

মুলতানি মাটির কয়েকটি ডেলা একটি পাত্রে রাখুন। গুঁড়ো হলে দু'চামচ মুলতানি মাটি দিন। একটি গোটা গোলাপ ফুলের পাপড়িকে ছিঁড়ে দিন। এক চামচ গোলাপ জল ও অর্ধেক লেবুর রস দিন। সঙ্গে এক কাপ জল দিন। সমস্ত উপকরণগুলো ৪-৫ ঘন্টা ঢাকা দিয়ে ভিজিয়ে রাখুন। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। একটি এয়ারটাইট কন্টেনারে ভরে রাখুন এই ফেস প্যাক। স্নানের আগে মুখ ও গলায় এই প্যাক লাগিয়ে আধঘন্টা অপেক্ষা করুন। শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। 

গোলাপ ফুলের পাপড়ির মধ্যে যা যা গুণ রয়েছে, সবগুলোই পাবেন গোলাপ জলের মধ্যে। সাধারণ গোলাপ জল টোনার হিসেবে কিংবা ফেসপ্যাকে মিশিয়ে ব্যবহার করা হয়। ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখা, সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং ত্বককে ক্ষয়ের হাত থেকে সুরক্ষিত করতে সাহায্য করে গোলাপ ফুল। ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্টস এবং মিনারেলস প্রচুর পরিমাণে রয়েছে গোলাপ ফুলের মধ্যে। রুক্ষ, শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে এবং ত্বকে তেলের মাত্রা সঠিকভাবে বজায় রাখতে সাহায্য করে গোলাপ ফুল। ত্বকের তেল-ময়লা পরিষ্কার করে 
ত্বকের জ্বালাভাব কমাতে মোক্ষম দাওয়াই মুলতানি মাটি। জেল্লা হয় দেখার মতো। প্রাকৃতিক ভাবে এক্সফোলিয়েশন করে এই মাটি। ত্বক থাকে শীতল এবং তরতাজা।