আজকাল ওয়েবডেস্কঃ শীতে যেমন রুক্ষ ত্বকের বিশেষ যত্ন করে থাকেন, তেমনই চুলের কথা আলাদা করে কিছু ভেবেছেন? ঠান্ডায় ত্বকের একটু বাড়তি খেয়াল রাখতে হয় ঠিকই, কিন্তু একই যত্ন চুলেরও প্রয়োজন। চুলের যত্ন নেওয়ার অর্থ শ্যাম্পু ও কন্ডিশনারের ব্যবহার শুধু নয়। শ্যাম্পু করার পর চুলে সিরামের ব্যবহার। চুলের সৌন্দর্যতা বজায় রাখার ক্ষেত্রে এই হেয়ার সিরামের জুড়ি মেলা ভার। চুল ধোয়ার পর, একটু শুকনো হলে যদি সিরাম লাগান, তাহলে চুলে জট পড়ে না। পাশাপাশি চুল থাকে রেশমের মতো মসৃণ।
বাজার এখন বিভিন্ন কোম্পানির হেয়ার সিরামে ছেয়ে গেছে। কিন্তু তাতে থাকে প্রচুর রাসায়নিকের ব্যবহার।এইসব ব্যবহারে সাময়িক সুফল পাওয়া গেলেও দীর্ঘস্থায়ী লাভ হয় না। বরং প্রসাধনীতে থাকা রাসায়নিক চুলের আরও বেশি ক্ষতি করে। তাই বাড়িতেই যদি সিরাম বানিয়ে নিতে পারেন মন্দ কী? প্রায় সব বাড়িতেই জবা ফুলের গাছ থাকে। এই জবা চুলের পুষ্টি জোগাতে অব্যর্থ। এই ফুল দিয়েই সিরাম তৈরি করলে চুলের স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হবে না। জেনে নিন কীভাবে বানাবেন এই সিরাম।
কিছু টাটকা জবা ফুলের বোঁটা ছাড়িয়ে ফুলগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন। সসপ্যানে ফুল দিয়ে দু'কাপ জল দিন। অল্প আঁচে বসিয়ে রাখুন, পাঁচ থেকে ১০ মিনিট ফোটাতে হবে। হালকা করে নাড়তে থাকুন। তারপর ঠাণ্ডা হয়ে গেলে পরিষ্কার কাপড়ে ছেঁকে নিন। এতে এক চামচ করে আমন্ড অয়েল, দু'চামচ করে অ্যালোভেরা জেল ও গ্লিসারিন দিন। সঙ্গে দিন দুই থেকে তিন ফোঁটা রোজমেরি অয়েল ও টি ট্রি অয়েল। সমস্ত উপকরণগুলো ভাল মতো মিশিয়ে পেস্ট আকারে তৈরি করে নিন। একটি কাচের জারে ভরে রাখুন। ১৫ দিন এই মিশ্রণটি রেখে দিতে পারেন।
জবাতে রয়েছে ভিটামিন ই ও ভিটামিন সি। এগুলি চুলের প্রাকৃতিক জেল্লা ধরে রাখে। ফলিকলগুলিও পুষ্টি পায়। নতুন চুল গজাতেও সাহায্য করে। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে, ফলে চুল পুষ্টি পায়।
এই প্যাক অল্প অল্প করে হাতে নিয়ে ভাল করে চুলে লাগিয়ে নিন। চুলের গোড়া থেকে ডগায়, ম্যাসাজ করুন। এই ভাবে আধ ঘণ্টা মতো রেখে শ্যাম্পু করে নিন। কম রাসায়নিক আছে, এমন শ্যাম্পুই ব্যবহার করবেন। এ ক্ষেত্রে ভেষজ শ্যাম্পু ব্যবহার করাই ভাল।
