আজকাল ওয়েবডেস্কঃ দাগহীন এবং উজ্জ্বল ত্বক পেতে সবাই চায়। বাজার চলতি অনেক পণ্যই ব্যবহার করেন বা পার্লারে গিয়ে বিউটি ট্রিটমেন্ট করান। তবে তেমন কোনও তফাত থাকে না। উল্টে বিভিন্ন রাসায়নিকের ব্যবহারে তার পার্শ্বপ্রতিক্রিয়া হয় প্রচুর। প্রায় প্রত্যেক বাড়িতেই জবা ফুলের গাছ থাকে। এই ফুল চুলের যত্নের সঙ্গে ত্বকের যত্নেও সমান গুরুত্বপূর্ণ। ত্বককে ময়েশ্চারাইজ করতে ঘরোয়া পদ্ধতিতে জবা ফুল ব্যবহার করতেই পারেন। ত্বকের যত্নেও বেশ উপকারী এই ফুল। জবা ফুলের এই ময়েশ্চারাইজার ক্রিম কীভাবে তৈরি করবেন জেনে নিন সেই সহজ উপায়।
২-৩টি জবা ফুলের বোঁটা ছিঁড়ে ফেলে দিন। ফুলের পাপড়িগুলোকে উষ্ণ গরম জলে আধঘন্টা ভিজিয়ে রাখুন। জল ছেঁকে নিন একটি বাটিতে। জবা ফুল ভেজানো জলে দু'চামচ নারকেল তেল দিন। সঙ্গে দিন দুটি ভিটামিন ই ক্যাপসুল ও এক চামচ অ্যালোভেরা জেল দিন। ভাল মতো ফেটিয়ে নিন। থকথকে ক্রিম আকারে তৈরি হলেই একটি কন্টেনারে স্টোর করুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে সারা শীতকাল এই ঘরোয়া ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ত্বকে কোনও দাগছোপ থাকবে না। কাচের মতো ঝকঝকে হবে ত্বক।
জবা ফুলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট। যা ত্বককে দূষণ, সূর্যের অতিবেগুনি রশ্মি থেতে রক্ষা করে। অ্যান্টি-ইনফ্ল্যামেটরির গুণ ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। বলিরেখা দূর করতে ও ত্বককে সতেজ করে তুলতে সহায়তা করে জবা ফুল। ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে ও ত্বকের সঠিক রং ধরে রাখতে এর জুড়ি নেই। ত্বকের প্রয়োজনীয় তেলের মধ্যে সামঞ্জস্য রাখে জবা। ত্বককে অকালে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করতে এর রস ব্যবহৃত হয়।
