আজকাল ওয়েব ডেস্কঃ আপনার ত্বকের যেমন বিশেষ যত্নের প্রয়োজন, একইভাবে শরীরের অন্যান্য অংশেরও যত্ন নেওয়া উচিত।যেমন, আপনার চোখ ও তার চারপাশের যত্নও ভীষন প্রয়োজন।চোখের উপর সারাদিনই খুব চাপ পড়ে। কম্পিউটারের বা মোবাইলের স্ক্রিন, স্ট্রেস, অনিয়ন্ত্রিত জীবনধারা বা অপর্যাপ্ত ঘুম,
চোখের নিচে কালি পড়ার কারণ কিন্তু ভুঁড়ি ভুঁড়ি।
এর ফলে চোখের চারপাশের চামড়াও ক্ষতিগ্রস্থ হয়।একসময় তা কালো হতে শুরু করে।তাছাড়া অ্যালার্জির কারণে চোখ চুলকালেও চোখের চারপাশের চামড়ায় ঘষা লেগে চামড়া কুঁচকে যায়।ফলে ডার্ক সার্কেল তৈরি হয়।
নানারকম আন্ডার আই ক্রিম ব্যবহার করলেও কিন্তু এই ডার্ক সার্কেল কমতে চায় না।তাই ভরসা কিন্তু ঘরোয়া উপায়ে তৈরি আই ক্রিমে যার সঠিক ব্যবহারে ডার্ক সার্কেল নিয়ে আর চিন্তা নেই।

একটি পাত্রে প্রয়োজন অনুযায়ী কাঁচা দুধ ও হাফ চামচ হলুদগুঁড়ো দিন।মিশিয়ে নিয়ে এতে দিন দু'চামচ অ্যালোভেরা জেল ও কফি পাউডার। সঙ্গে দিন একটি ভিটামিন ই ক্যাপসুল।খুব ভাল করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে ছোট কাচের শিশিতে রাখুন।১৫ দিন পর্যন্ত এই মিশ্রণটি আপনি রেখে দিতে পারেন।
সারাদিনে যেকোনও ২ বার ক্রিমটি চোখের নিচে দিয়ে ১০ মিনিট আলতো করে চেপে ম্যাসাজ করুন।এক সপ্তাহে আপনার চোখের নিচে কালি গায়েব হবে নিমেষেই।

আর্দ্রতার অভাবে ডার্ক সার্কেল হলে তা কমিয়ে দিতে পারে অ্যালোভেরা জেল।কারণ, এটি আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখে।এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ফ্রি র‌্যাডিক্যালসের সঙ্গে লড়াই করে।কোষের তারুণ্য দানে এটির দারুণ ভূমিকা রয়েছে। কোষের মেরামতি তাকে সজীব করে ভিটামিন ই।হলুদেও আছে দারুণ ওষধি গুণ।ডার্ক সার্কেলের সমস্যা দূর করায় সহায়ক হলুদগুড়ো।ভিটামিন ই চোখের নীচের সূক্ষ্ম ত্বককে হাইড্রেট করে।এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ফ্রি র‌্যাডিক্যালসের সঙ্গে লড়াই করে।হলুদেও আছে দারুণ ওষধি গুণ যা ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে।