আজকাল ওয়েবডেস্কঃ সারাবছরই প্রায় বাজারে পাওয়া যায় কমলালেবু। তবে শীতের লেবুর স্বাদই আলাদা। শীত পড়তেই বাজারে আসতে শুরু করেছে পাকা, পাকা হলুদ কমলালেবু। শীতের রোদেই সবচেয়ে বেশি উজ্জ্বল রং ধরে কমলার। শীতের দুপুরে এই মিষ্টি রোদে পিঠ দিয়ে বসে কমলালেবু খাওয়ার মজাটাই আলাদা। পিকনিক, পার্টিতেও উজ্জ্বল উপস্থিতি কমলার। 
 
 তবে জানেন কি এই কমলালেবু রূপচর্চায় সেরা । কমলার রস, খোসা, শাঁস সবই লাগানো যায় রূপচর্চার কাজে। বাজার চলতি অনেক প্রোডাক্টেই মেশানো থাকে কমলালেবু। তবে তাতে অল্প পরিমাণে হলেও মেশানো থাকে রাসায়নিক। তাই বাড়িতেই বানিয়ে নিতে পারেন কমলালেবু দিয়ে তৈরি আসল ভিটামিন সি সমৃদ্ধ ফেস সিরাম। জেনে নিন কীভাবে বানাবেন।
একটি গোটা কমলালেবু্র উপর কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিন। প্যানে জল দিয়ে সেদ্ধ করতে দিন। পাঁচ মিনিট সেদ্ধ করে রেখে দিন। ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নিন। সেই খোসা ও কমলালেবু সেদ্ধ করা জল একসঙ্গে দিয়ে ভাল মতো ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হয়ে গেলে ছেঁকে নিন। এই মিশ্রণটিতে এবার তিন থেকে চার চামচ গোলাপ জল দিন। ভাল করে মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। শুষ্ক ত্বকের যে কোনও জায়গায় ব্যবহার করতে পারেন এই ম্যাজিকাল সিরাম। রুক্ষ ত্বকের জন্য ভীষন উপকারী ভিটামিন সি। কমলালেবু ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। কমলায় প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে যা আপনার ত্বকে বলিরেখা ও বয়সের দাগ পড়তে দেয় না। শুধু ভিটামিন সি নয়, কমলালেবুতে থাকা অ্যাসিডিক উপাদান ত্বক থেকে মরা কোষ সরাতে সাহায্য করে।কমলালেবুর রসের গুণেই কালচে ত্বকে ঔজ্জ্বল্য ফিরতে পারে।
