আজকাল ওয়েব ডেস্ক: চুল পড়ার সমস্যা আমাদের সবার মধ্যেই কম বেশি আছে। একবার চুল আঁচড়ালে ঘরের সর্বত্রই আপনার মাথার চুল ছড়িয়ে থাকে। রাস্তায় চলাফেরা করতেও অস্বস্তিবোধ।জামায় পিঠে চুলের ছড়াছড়ি।তেল, ভাল শ্যাম্পু, স্পা সব ব্যবহার করে দেখলেন। তবুও চুল পড়ে মাথায় টাক পড়ে গেল। নতুন চুল গজানোর লক্ষণই নেই। প্রচুর টাকা খরচ করেও বিফল হচ্ছেন, যাদের মাথায় কালো ঘন চুল ছিল তারা হতাশ হয়ে পড়বেন না।আমাদের ঘরে এমন কিছু উপাদান আছে, যেগুলো কাজে লাগালে আপনি সহজেই হেয়ার প্যাক বানিয়ে নিতে পারেন যা আমাদের চুলের স্বাস্থ্যের জন্যে খুবই ভালো। জেনে নিন কিভাবে তৈরি করবেন সেই প্যাক।

প্রায় প্রতিটি বাড়িতেই জবা ফুলের গাছ রয়েছে। কয়েকটি জবা গাছের পাতা নিন।জলে ডুবিয়ে রাখুন পাঁচ মিনিট। একইভাবে ছয় সাতটি টাটকা জবা ফুল নিতে হবে।গ্ৰাইন্ডারে জবার ফুল ও পরিষ্কার করে ধুয়ে নেওয়া জবা গাছের পাতাগুলো দিন।১০-১২টি তুলসী পাতা ও এক চামচ মেথিও দিন। তালিকায় রয়েছে আরও কিছু চুলের জন্য পুষ্টিকর উপাদান।এবার দিন এক চামচ কালোজিরে ও এক বাটি ভাল করে ফেটিয়ে রাখা টকদই।সম্পূর্ণ উপকরণগুলো ভাল করে ব্লেন্ড করে নিন।একটি পাত্রে ব্লেন্ড করা মিশ্রণটি ঢেলে দিন।এতে দুই চামচ নারকেল তেল মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে মেখে ৪০ মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।

জবা গাছের ফুল ও পাতা দুটোই চুলের জন্য উপকারী। চুল পড়াকে রোধ করা থেকে শুরু করে ফলিকল মজবুত করা এবং স্ক্যাল্পে রক্ত চলাচলকে স্বাভাবিক রাখে এই ফুল ও পাতা।জবা ফুলের মধ্যে অ্যামিনো অ্যাসি়ড রয়েছে যা, চুলে কেরাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে। এটি চুলের প্রাকৃতিক জেল্লা ধরে রাখতে সাহায্য করে। চুলের ঘনত্ব বৃদ্ধি করতে এবং কালো ঘন চুল পেতে ব্যবহার করতে পারেন জবার এই ঘরোয়া উপায়ে তৈরি হেয়ার প্যাক।