আজকাল ওয়েবডেস্কঃ বাতাসে হিমেল হাওয়ার পূর্বাভাস। শীতের দিন চলে এল। আলমারি থেকে বেরিয়ে পড়েছে হালকা উলের পোশাকগুলো। সব পোশাককে তো আর ধুয়ে পরা যায় না। সময়ের অভাবে আলমারি থেকে বের করেই আমরা গায়ে গলিয়ে নিতে অভ্যস্ত। কিন্তু আপনার যদি উলেই অ্যালার্জি হয়? তাহলে কী করে শীতকালে পরবেন? 
 
 হাড় কাঁপানো হোক বা হালকা ঠান্ডায়, উলের পোশাক না পরলেও চলবে না। কিন্তু সেই তো গায়ে চুলকানি, চোখ লাল, সর্দিকে সহ্য করেই কোনও রকমে শীতটা  কাটিয়ে দিতেই হবে। অ্যালার্জিকে তো আর দূরে রাখা যায় না। কীভাবে মোকাবিলা করবেন এই সমস্যার জানুন।
 
 উলের পোশাক থেকে চুলকানি, ফুলে যাওয়া এবং চোখ লাল হয়ে যাওয়া ও ফুসকুড়ি এবং আমবাতের মতো উপসর্গ দেখা দেয়। নিঃশ্বাসের সমস্যা, যেমন নাক বন্ধ হয়ে যাওয়া, নাক চুলকানো এবং অস্বস্তি,শ্বাসের সমস্যা, হাঁচি এবং নাক দিয়ে জল পড়াও হতে পারে।
উল হল প্রাকৃতিক তন্তু। যা ভেড়া এবং কিছু কিছু সময়ে ছাগলের গা থেকে নেওয়া হয়। উল থেকে তেল নিষ্কাশন এবং পরিষ্কার করবার জন্য রাসায়নিক ও উলে রঙ করবার জন্য স্বাভাবিক ডাই ব্যবহার করা হয়। রাসায়নিক ও ডাইয়ের মিশ্রণ ত্বকের সংস্পর্শে এলে অস্বস্তি হতে পারে। আপনার সব শীতবস্ত্র যাতে সুতির আবরণ দেওয়া থাকে সেটা সুনিশ্চিত করুন, ফলে উপাদানের সঙ্গে ত্বকের সরাসরি সংস্পর্শ এড়ানো সম্ভব।
উলের কাপড়ের তলায় কাপড় পড়া সত্ত্বেও আপনার যদি অ্যালার্জি হয়, তাহলে প্যাচ টেস্ট করার জন্য ডাক্তারের কাছে যান।
আপনার সব শীতবস্ত্র যাতে সুতির আবরণ দেওয়া থাকে সেটা সুনিশ্চিত করুন, ফলে উপাদানের সঙ্গে ত্বকের সরাসরি সংস্পর্শ এড়ানো সম্ভব।
সামান্য অতিরিক্ত খরচ করতে পারলে ফারের পোশাক কিনুন। যা এখন বেশ ট্রেন্ডি।
 
 কলকাতার শীতের আবহাওয়ায় ডেনিম খুব ভালো ফ্যাব্রিক। আপনার রোজকার শার্টের ওপরে ডেনিমের জ্যাকেট পড়ুন। এই পোশাক আপনাকে উষ্ণ রাখবে। লেদারের জ্যাকেট বা উইন্ডচিটার শীতকালের আদর্শ পোশাক এবং দেখতেও ভালো লাগে। রোজকার পোশাকের ওপর পড়ুন এবং অবশ্যই শীতের মোকাবিলা করতে পারবেন।
