আজকাল ওয়েব ডেস্ক: বয়সের সঙ্গে পাল্লা দিয়ে ত্বকে বয়সের ছাপ পড়তে বাধ্য। দামী কোম্পানির ক্রিম, সিরাম ব্যবহার করেও চামড়া কুঁচকে যায়, আপনার বয়স মনে হবে আরও ২০ বছর পিছিয়ে গেছে। ত্বকের ঔজ্জ্বল্য ফিরে পেতে বাজারচলতি যে কোনও পণ্যের উপর ভরসা না করে ত্বকের ধরন অনুযায়ী বেছে নিন ঘরোয়া এই উপাদানগুলি। জাপানিদের অল্প বয়সী দেখানোর গোপন রহস্য এই ফেস প্যাক। কীভাবে বানাবেন জেনে নিন।
দু'চামচ চালেরগুঁড়ো নিন। হাফ চামচ হলুদগুঁড়ো ও কাঁচা দুধের সঙ্গে সমস্ত উপকরণগুলো ভাল মতো মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে মেখে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। অ্যালোভেরা জেল বা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। সপ্তাহে তিনদিন ব্যবহার করলে আপনার ত্বকের জেল্লা বেড়ে যাবে।
এই ফেস প্যাক মুখের বলিরেখা দূর করে ত্বককে হাইড্রেট ও প্রানবন্ত করে। বয়স বাড়লেও ছাপ পড়তে দেয় না। পরিষ্কার ঝকঝকে ত্বকের উজ্জ্বলতা দেখলে সবাই অবাক হয়ে যাবে।
ত্বকের জেল্লা বাড়ানোর জন্যে যেসব প্রাকৃতিক উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই তালিকায় প্রথম সারিতেই রয়েছে চালেরগুঁড়ো। এতে আছে অ্যান্টিইনফ্লেমটরি ও অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান যা ত্বককে অকালেই বুড়িয়ে যেতে দেয় না ও রং করে উজ্জ্বল। প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে বেজায় কার্যকরী। তাই ত্বকের মৃত কোষের স্তর পরিষ্কার হয়ে যায় নিমেষেই। চালের গুঁড়োতে উপস্থিত ফাইটিক অ্যাসিড একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে। যা স্কিনের জেল্লা অল্পদিনেই বাড়িয়ে দেয়।
হলুদ বয়সের ছাপকে মুখের ত্বকে পড়তে দেয় না, ব্রণর দাগ ও কালচে ছোপকে গায়েব করে। গায়ের রং ফর্সা করে।
কাঁচা দুধ আপনার ত্বককে হাইড্রেট রাখে ও দারুনভাবে ময়েশ্চারাইজ করে। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বক এক্সফোলিয়েট করে, মৃত কোষ দূর করে এবং ত্বককে উজ্জ্বল করে। ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে। প্রোটিন ত্বককে হাইড্রেট করে।
