নিজস্ব সংবাদদাতা: দু'মাসের মধ্যেই বেঙ্গল টপার হয়ে সেরার সেরা জি বাংলা নতুন ধারাবাহিক 'পরিণীতা'। এই বিশেষ দিনে সেটে রায়ানকে পাওয়া না গেলেও হাসিমুখে দেখা গেল 'পারুল' অর্থাৎ ঈশানী চট্টোপাধ্যায়কে। যদিও ঈশানীর কথায়, "আমি সব সময় হাসিমুখেই থাকি, ভাল খারাপ নিয়েই জীবন, ভালর সঙ্গে খারাপটাকেও গ্রহণ করতে পারি।"

 

প্রথম ধারাবাহিকেই এতটা জনপ্রিয়তা পাওয়া, পাশাপাশি আবার বেঙ্গল টপার হওয়া, কী বললেন পর্দার ‘পারুল’? ঈশানীর কথায়, "আজকের সেটে প্রায় কেউই নেই, তাই সবাই মিলে একসঙ্গে মজা করতে পারছি না। তবে সবাই দারুন খুশি, মিষ্টি খাওয়া হবে নিশ্চয়ই। তবে শুধুই সাফল্যকে মনে রাখলেই হবে না, আমাদের আরও পরিশ্রম করতে হবে, যাতে দর্শকের একইভাবে ভালবেসে যান এই ধারাবাহিক।" 

 

তবে ধারাবাহিক শুরুর আগে একটা মন খারাপ ছিল ঈশানীর। অভিনেত্রীর কথায়, "প্রথমদিকে যা ট্রোলিং হচ্ছিল, ভেবেছিলাম দর্শকেরা হয়তো আমায় মেনেই নেবেন না। কিন্তু ধীরে ধীরে 'পারুল'কে দর্শকেরা ভালবাসতে শুরু করেন। আমি হয়তো খানিকটা হলেও ফুটিয়ে তুলতে পারছি এই চরিত্র এবং অবশ্যই বাকি সকলেই দারুণ কাজ করছেন। তাই পারুলকে অর্থাৎ আমাকে ভরসা করতে শুরু করেন দর্শকেরা। আশা করি পরবর্তী সময়েও পারুলকে বিশ্বাস করবেন তাঁরা। তাই খুশি তো হচ্ছি ঠিকই, কিন্তু এটা নিয়েই মেতে থাকলে আমার কাজের ক্ষতি হতে পারে। কাজটা সবার আগে ভাল করে করার চেষ্টা করছি।  ভালবাসাটাও নেব আবার খারাপ করলে সমালোচনাও মাথা পেতে নেব। আপাতত আরও ভাল কাজ করতে চাই, যাতে দর্শকরা সব সময় এভাবেই ভালবাসতে পারেন।"