আজকাল ওয়েব ডেস্ক: অভিনেত্রী নুসরত ফারিয়াকে নিয়ে বাড়ছে বিতর্ক। জামিন না পেয়ে এবার জেলে নুসরত ফারিয়া! বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জেলেপাঠানো হয়েছে। এদিন সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই সঙ্গে আগামী ২২ মে পরবর্তী শুনানির পরবর্তী দিন ধার্য করেছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। সকালে নুসরত ফারিয়াকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এদিকে এই মামলায় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অভিনেত্রী নুসরত ফারিয়ার নামে মামলা ছিল বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত হচ্ছে। নির্দোষ প্রমাণিত হলে ওঁকে ছেড়ে দেওয়া হবে।
এদিকে বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলছেন, নুসরত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর। তিনি বলেন, আমাদের (অন্তর্বর্তী সরকার) প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন ফারুকী।
 
 গোটা ঘটনায় ফারিয়ার ভক্তরাও বিস্মিত, দুঃখিত এবং ক্ষুব্ধ — কারণ ছোটপর্দা থেকে বড়পর্দা, তাঁর জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া।
প্রসঙ্গত , রবিবার দুপুরে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া। প্রথম আলো-র প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরের অভিবাসন চেকপোস্ট থেকে তাঁকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে ভাটারা থানায় একটি খুনের চেষ্টার অভিযোগ মামলা করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই তাঁকে আজ আটক করা হয়েছে। উল্লেখ্য, এএনআই সূত্রে খবর,নুসরত থাইল্যান্ড যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
ঘটনাস্থল থেকে তাঁকে প্রথমে থানায় নিয়ে যাওয়া হলেও পরে অভিনেত্রীকে স্থানয় যাওয়া হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অফিসে। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। এএনআই সূত্র অনুযায়ী, মামলাটি গত জুলাই মাসে বাংলাদেশে গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত। সেই ঘটনার সময় নুসরত ফারিয়ার বিরুদ্ধে খুনের চেষ্টা ও উস্কানির অভিযোগ আনা হয়।
