নিজস্ব সংবাদদাতা: এক বছর হয়ে গেল মায়ের মৃত্যুর—তবু যেন থমকে রয়েছেন অভিনেত্রী তন্বী লাহা রায়। শরীর খারাপের কারণেই আচমকাই হারিয়েছিলেন জীবনের সবচেয়ে আপনজনকে। আজও তা বিশ্বাস করতে পারেন না অভিনেত্রী। তবে শুধু হারানোর যন্ত্রণা নয়, সামাজিক মাধ্যমে তাঁর সাম্প্রতিক আবেগঘন পোস্ট যেন ভিন্ন সুরও ছুঁয়ে যাচ্ছে—ব্যক্তিগত সম্পর্কের ভাঙনের ছায়া কি তবে এই লেখার ফাঁকে ফাঁকে?

 

মাঝ দরিয়ায় নৌকার মধ্যে মায়ের ছবি আঁকড়ে খানিক আনমনাভাবে বসে রয়েছেন তন্বী। এই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে অভিনেত্রী লিখেছেন,  “আজ এক বছর কীভাবে কেটে গেল তোমায় ছাড়া, রোজ ভাবি সকালবেলা ঘুম থেকে তুলে দেবে, ফোন করবে ফিরেছে কি না জানার জন্য, জল খা, টিফিন করেছিস? প্যাক আপ হয়নি এখনও? ফেরার সময় কি বিরিয়ানি আনবি? ফোন আসছে না কথাও হল না, তখন হঠাৎ মনে পড়ে ও তুমি তো নেই, আসলে এখনও আমার বিশ্বাস হয়না। এই তো খালি সময় দেখছি আর মনে হচ্ছে গত বছর তো এইসময় তুমি ছিলে। তোমার পাশে হাতটা ধরেছিলাম, জানলে এত তাড়াতাড়ি যেতে দিতাম না তোমায়।”

 

এই কথাগুলি নিছক আবেগে ডুবে থাকলেও, পরের অংশে আসে এক বর্ণনা—

“তুমি আমায় স্ট্রং থাকতে শিখিয়েছে। এখন কেমন আছো খুব জানতে ইচ্ছে করে, তবে তোমার মেয়ে এখন আর স্ট্রং থাকতে পারে না মা। এই একটা বছর কত মানুষ চিনলাম, কত কি দেখলাম। তুমি শুধু আমায় একটা কথাই বলতে, জীবনে মা বাবাই সবচেয়ে ভাল বন্ধু হয়, তাদের চেয়ে বেশি কেউ ভালবাসতে পারে না। তুমি আশা করি সব দেখেও পাশে আছ তাই না মা? তোমায় খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করে, কোলে মাথা রেখে শুতে ইচ্ছা করে, অথচ এখন তোমার ছবিই কোলে করে ঘুরি আমি। খুব মিস করি, ভালবাসি তোমায়স।”
এক মা হারানো মেয়ের হৃদয়ের শব্দ যখন অনুরণিত হয় এমনভাবে, তখন তা কেবল ব্যক্তিগত নয়—অনেকেরই মনের কথা হয়ে দাঁড়ায়। 

 


খবর, প্রেমিক রাজদীপ গুপ্তর সঙ্গে দূরত্ব বেড়েছে তন্বীর। সেই কথার ইঙ্গিতই কি এই পোস্টে দিলেন এই ‘মানুষ চিনেছি’ কথাটা কি নিছক উপলব্ধি? নাকি স্পষ্ট ইঙ্গিত কারও প্রতি, যিনি কাছে থেকেও হয়তো আজ অনেক দূরে? ইন্ডাস্ট্রির গুঞ্জন বলছে, তন্বীর প্রেমিক রাজদীপ গুপ্তর সঙ্গে সম্পর্কের রসায়নে নাকি চিড় ধরেছে। তাহলে কি তন্বীর এই পোস্ট সেই ভাঙনের প্রতিধ্বনি?