সংবাদ সংস্থা মুম্বই: এইমুহুর্তে যুদ্ধং দেহি মেজাজে রয়েছেন পরিচালক আনিস বাজমি এবং অভিনেতা অজয় দেবগণ। কারণ চলতি মাসেই দীপাবলি উপলক্ষে একই দিনে মুক্তি পেতে চলেছে আনিসের পরিচালনায় 'ভুল ভুলাইয়া ৩', অন্যদিকে অজয় অভিনীত 'সিংহম এগেইন'। তবে এইমুহূর্তে এই দু'পক্ষ যুযুধান হলেও আগামী মাসেই তাঁরা হাত মিলিয়ে একটি টাটকা নতুন ছবি বড়পর্দায় আনতে চলেছেন!

 

আজ্ঞে হ্যাঁ। ছবির নাম 'নাম'। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই ছবির নায়ক অজয় দেবগণ এবং পরিচালক আনিস বাজমি। তবে এখন নয়, ১০ বছর আগে শুটিং শেষ হয়েছিল এই ছবির! তবে ছবির এক প্রযোজকের আকস্মিক মৃত্যুর কারণে দেখা দিয়েছিল নানা সমস্যা। ফলে বন্ধ হয়ে গিয়েছিল ছবির মুক্তি। শেষমেশ সেই বাধা কেটেছে। আগামী নভেম্বরের ২২ তারিখে বড়পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি। 

 

'নাম'-এ গল্প শুরু হবে এক স্মৃতিভ্রংশ ব্যক্তির মাধ্যমে। নিজের হারিয়ে যাওয়া পরিচয়ের খোঁজ করতে কোথায় কোথায় পাড়ি দিল সে? অতীত খুঁড়ে বেরিয়ে এল তাঁর কোন গোপন কথা? এসব নিয়েই এগোবে গল্প।সুইৎজারল্যান্ড ও মুম্বই জুড়ে হয়েছিল ছবির শুটিং। 

 

ছবিতে অজয় ছাড়াও দেখা যাবে অভিনেত্রী সমীরা রেড্ডি এবং ভূমিকা চাওলাকে। ছবিতে সুরকারের দায়িত্ব সামলেছিলেন হিমেশ রেশম্মিয়া এবং সাজিদ-ওয়াজিদ।