সংবাদ সংস্থা মুম্বই: রমরমিয়ে চলছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৬ নম্বর সিজন। ‘কেবিসি’র ইতিহাসে প্রথম আদিবাসী প্রতিযোগী হিসাবে হট সিটে বসলেন বান্টি বৈদ্য। বিপরীতে স্বমহিমায় সঞ্চালকের আসনে অমিতাভ বচ্চন। খেলা চলার ফাঁকে ফাঁকে বান্টির সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন বিগ বি।
একটি প্রসঙ্গে অজয় দেবগণের অভিনয়ের প্রশংসার পাশাপাশি বলি-তারকাকে নিয়ে বান্টি জানান যে ‘সিংহম’ অভিনেতার একটি ব্যাপার তাঁর খুব ভাল লাগে। “উনি (অজয়) যখন চুপ করে বসে থাকেন তখন ওঁকে খুব গম্ভীর স্বভাবের মনে হয়। কিন্তু জেইমুহূর্তে কোনও কারণে তিনি হেসে ওঠেন তখন মনে হয় যেন চারপাশটা ঝলমল করে উঠল। ওঁর মুখ দেখে তখন কে বলবে যে তিনি অত শান্ত ও গম্ভীর?” কেবিসির প্রতিযোগীর মুখে এই কথা শোনামাত্রই অমিতাভ পাল্টা বলে ওঠেন, “হ্যাঁ, হ্যাঁ ঠিকই বলেছেন। অজয় খুবই শান্ত স্বভাবের। এতটাই যে যখন কারও সঙ্গে ঝামেলা বাধে ওঁর, সেই ব্যক্তিকে নিমিষে তুলে মাটিতে আছড়ে ফেলে দেয়!” অমিতাভের কথা শুনে উল্টোদিকে বসা অজয় ও বান্টি তো বটেই আশেপাশের সমস্ত দর্শকও তারস্বরে হেসে ওঠেন।
প্রসঙ্গত, নিজের জীবনসংগ্রামের কিছু ঘটনা কেবিসির সেটে অমিতাভের সঙ্গে ভাগ করে নেন আদিবাসী সম্প্রদায়ের এই প্রতিযোগী। তাঁর কথা থেকেই জানা যায় সংসারে দারিদ্র্যের তীব্রতা থাকলেও তা কখনও যেন তাঁর পড়াশোনায় বাধা হয়ে না দাঁড়ায় সে ব্যাপারে আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন তাঁর মা-বাবা। নিজেরা অভাবকে নিত্যসঙ্গী করে ছেলের শিক্ষার খরচ জুগিয়ে গিয়েছেন। বান্টি আরও জানান, যদিও ‘সমাজের এক প্রান্তিক জনগোষ্ঠী’ থেকে তিনি এসেছেন, তবু তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন সেই সম্প্রদায়ের মানুষেরাও যদি শিক্ষিত হয়ে ওঠেন তাহলে সমাজে এর সদর্থক প্রভাব পড়বে। তাই নিজের গ্রামের 'রোল মডেল' হয়ে উঠতে চাই আমি। এখানেই না থেমে তিনি আরও জানান, ‘সমাজের প্রান্তিক জনগোষ্ঠী’ হওয়ার কারণে তাঁর জনজাতির বেশিরভাগ মানুষেরা অন্ন সংস্থানের জন্য স্রেফ চাষাবাদ করেন। সেই বিষয়টিতে পরিবর্তন আনতে চান তিনি।
