আজকাল ওয়েব ডেস্ক: সব ঝামেলার অবসান। আইনতভাবে বিচ্ছেদ হল হলিউডে বিখ্যাত জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির। জোলির আইনজীবীদের মতে, গত ৩০ ডিসেম্বর উভয় পক্ষই সমঝোতায় স্বাক্ষর করেছে। প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের বিরুদ্ধে অপব্যবহারের মামলা প্রত্যাহার করলেন অ্যাঞ্জেলিনা জোলি। 

 

“আট বছরেরও বেশি আগে, অ্যাঞ্জেলিনা মিঃ পিটের কাছ থেকে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। তিনি এবং শিশুরা মিঃ পিটের সাথে যে সমস্ত সম্পত্তি ভাগ করে নিয়েছিলেন সেগুলি রেখে গেছেন এবং সেই সময় থেকে তিনি তাদের পরিবারের জন্য শান্তি এবং নিরাময়ের দিকে মনোনিবেশ করেছেন। এটি একটি দীর্ঘ চলমান প্রক্রিয়ার একটি অংশ যা আট বছর আগে শুরু হয়েছিল। সত্যি বলতে কি, অ্যাঞ্জেলিনা ক্লান্ত, কিন্তু তিনি স্বস্তি পেয়েছেন যে এই একটি অংশ শেষ হয়ে গেছে,” জোলির আইনজীবী হার্শ মানিসের জেমস সাইমন সোমবার

 

২০১৬ সালে সন্তানদের উপর ব্র্যাডের খারাপ আচরণকে কারণ দেখিয়ে ডিভোর্স ফাইল করেছিলেন অভিনেত্রী। নানা অছিলায় তিনি ডিভোর্স পিটিশনের প্রত্যুত্তরে আদালতে হাজিরা দিচ্ছিলেন না। অন্যদিকে, ব্র্যাড তাঁর প্রাক্তনের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন একটি ওয়াইনারির সম্পত্তির মালিকানা নিয়ে। হলি-তারকার দাবি, ওই ওয়েনারির উপরে যৌথ মালিকানা ছিল দু'জনের। কিন্তু তাঁর মতামত ছাড়াই বেশ কিছু অংশ বিক্রি করে দিয়েছিলেন জোলি। এই নিয়ে শুরু হয়েছিল দু’পক্ষের আইনি লড়াই। উল্লেখ্য, তাঁদের সম্পর্ক শুরু হয়েছিল সেই ২০০৪ সালে। দীর্ঘ সেই একত্রবাসের মাঝেই তাঁদের তিনটি সন্তান দত্তক নেওয়া এবং তিনটি সন্তানের জন্ম। এরপর তাঁরা বিয়ে করেছিলেন ২০১৪ সালে।