অভিনেতা আশীষ বরাং, বলিউডের সুপরিচিত পার্শ্বচরিত্র অভিনেতা শুক্রবার ৫ সেপ্টেম্বর ৫৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। যদিও আনুষ্ঠানিক ভাবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করা হয়নি। তবে জানা গিয়েছে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।

আশীষ বলিউডে বহু উল্লেখযোগ্য ছবিতে কাজ করে দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান দখল করেছিলেন। ‘সূর্যবংশী’, ‘মর্দানি’, ‘সিম্বা’, ‘সার্কাস’ এবং ‘এক ভিলেন রিটার্নস’-এর মতো জনপ্রিয় সিনেমাগুলিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। বিশেষত পুলিশ অফিসারের চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের কাছে ভীষণ প্রিয় হয়ে ওঠে এবং সেটি তাঁর কেরিয়ারের একটি বিশেষ মাইলফলকে পরিণত হয়েছিল।

শুধু হিন্দি ছবিতেই নয়, তিনি সমানভাবে সক্রিয় ছিলেন মারাঠি টেলিভিশন, সিনেমা এবং বিজ্ঞাপন জগতে। বহুমুখী প্রতিভার অধিকারী আশীষ বরাং দীর্ঘদিন ধরে বিভিন্ন চরিত্রে নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ashish warang (@warangashish)