নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই শেষ হয়েছে আকাশ আটের সাহিত্যধর্মী ধারাবাহিক 'বউ চুরি'। ওই ধারাবাহিকে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন রিয়াজ লস্কর। এই ধারাবাহিক শেষ হতেই এবার টাটকা, নতুন ধারাবাহিকে সম্পূর্ণ অন্যরকম চরিত্রে ফিরলেন এই অভিনেতা।
স্টার জলসার 'গাঁটছড়া' ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে প্রথমবার পা রেখেছিলেন রিয়াজ লস্কর। অভিনেতা হওয়ার পাশাপাশি ভ্লগার হিসেবেও কিন্তু অত্যন্ত জনপ্রিয় রিয়াজ।
কিছুদিন আগেই শেষ হয়েছে তাঁর দ্বিতীয় ধারাবাহিক 'বউ চুরি'। এর মধ্যেই নতুন ধারাবাহিকে কাজ শুরু করে দিয়েছেন। জি বাংলায় আসতে চলেছে এই অভিনেতার সেই নতুন ধারাবাহিক 'পরিণীতা'। যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে উদয় প্রতাপ সিং-কে। এই ধারাবাহিকে কলেজ এবং বাড়ি-দুই দিকের গল্পই দেখানো হবে এবং দু'জায়গাতেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রিয়াজ লস্করকে। ধারাবাহিকের নায়ক 'রায়ান'-এর ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন রিয়াজ।
প্রসঙ্গত, 'গাঁটছড়া' ধারাবাহিকেও নায়কের ভাইয়ের চরিত্রই অভিনয় করেতে দেখা গিয়েছিল রিয়াজকে। তবে, এই চরিত্রের বিশেষ একটি গল্প ছিল। সূত্রের খবর, এই ধারাবাহিকের ক্ষেত্রেও রিয়াজ অভিনীত চরিত্রে বেশ ইন্টারেস্টিং কিছু টুই্যস্ট থাকবে। তবে আপাতত 'পরিণীতা'র এই চরিত্র নিয়ে খুব একটা বেশি কথা বলতে নারাজ রিয়াজ। চরিত্রটি আসলে কেমন তা ধারাবাহিক দেখলেই বোঝা যাবে, এমনটাই মত অভিনেতার। শুটিং শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। নতুন ধারাবাহিক নিয়ে যে বেশ আশাবাদী রিয়াজ, তা বলাই বাহুল্য।
