নিজস্ব সংবাদদাতা: চটুল রসিকতা নয়, বিবাহবিচ্ছেদের কথা সত্যিই বলে স্বীকার করে নিলেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। অবশ্য সামাজিক মাধ্যমে বিবাহবিচ্ছেদের কথা স্বীকার করেও সেই পোস্ট মুছে দিলেন অভিনেতা। তবে সামনে এসেছে তাদের বিবাহবিচ্ছেদের সই করা কাগজ। সূত্রের খবর, স্ত্রী পৃথাকে প্রচুর টাকা খোরপোষও দিচ্ছেন সুদীপ।
সম্প্রতি, অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের স্ত্রী পৃথা চক্রবর্তী জানান, স্বামীর সঙ্গে তাঁর আইনত বিচ্ছেদ হয়ে গেছে, তবে বিচ্ছেদের পরেও তাঁরা পরস্পরের খুব ভাল বন্ধু। অনেকেই অবশ্য ভেবেছিলেন, পুরোটাই নিছক মজা। এই ঘটনার পরের দিন সুদীপ ফেসবুক লাইভে এসে জানান, পুরো বিষয়টাই ছিল আসলে স্রেফ একটা রসিকতা। কারণ তাঁরা দেখতে চেয়েছিলেন তাঁদের বিচ্ছেদের খবরে জনমানসে ঠিক কী প্রতিক্রিয়া হয়,সেই কারণেই মজা করে এমন পোস্ট।
জানিয়েছিলেন, তাঁরা দু'জনেই একসঙ্গে আছেন এবং ভাল আছেন। এরপর থেকেই পৃথার উদ্দেশ্যে নানান কথা বলতে শুরু করেন নেটিজেনরা- "বিবাহবিচ্ছেদ কখনওই চটুল রসিকতা হতে পারে না", "এমন একটা বিষয় নিয়ে কেউ কী করে মজা করতে পারেন?"। এরপরই আজ বিকেলে সুদীপ সমাজমাধ্যমে ফলাও করে লিখে জানান, তিনি এবং পৃথা সত্যিই আলাদা হয়ে গিয়েছেন। তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে, তবে এই বিষয়টা অত্যন্ত ব্যক্তিগত বলে সকলের সামনে আনতে চাননি সুদীপ। তিনি চান না তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা হোক, সকলেরই পৃথাকে অত্যন্ত খারাপ কথা বলছেন, তাই সত্যিটা সকলকে জানিয়ে দিলেন তিনি। তবে এরপরই সেই পোস্ট মুছে দেন সুদীপ।
সম্প্রতি, তাঁদের বিবাহবিচ্ছেদের কাগজ সামাজিক মাধ্যমে উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ২০২৪-য়েই তাঁরা বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন।
সূত্রের খবর, খোরপোষ হিসাবে পৃথাকে বেশ মোটা টাকা খরচ দিতে হচ্ছে সুদীপকে।
