নিজস্ব সংবাদদাতা: ১৪ আগস্ট রাতে কন্যাসন্তানের বাবা হয়েছেন অভিনেতা রাহুল মজুমদার। মেয়ের জন্মের তিন মাস কাটতে না কাটতেই ফের নতুন সুখবর দিলেন রাহুল। বহুদিনের অপেক্ষার পর রাহুল এবং তাঁর স্ত্রী প্রীতির ঘরে এল আরও এক নতুন সদস্য। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই তাঁদের পরিবারের নয়া সদস্যের সঙ্গে সকলের সঙ্গে আলাপ করিয়ে দিলেন রাহুল। 

 

এই মুহূর্তে পরিবারকেই প্রাধান্য দিচ্ছেন রাহুল মজুমদার। স্টার জলসার 'হর গৌরী পাইস হোটেল' ধারাবাহিক থেকে সরে আসার পর আপাতত কিছুদিনের বিরতিতে রয়েছেন রাহুল। তবে এই চার মাসে তাঁর জীবনে এসেছে অনেকটা বদল। বাবা হয়েছে রাহুল, স্ত্রী প্রীতি এবং কন্যা সন্তানকে নিয়ে এই মুহূর্তে দারুণ সময় কাটাচ্ছেন অভিনেতা। 

 

 

তা অভিনেতার পরিবারে কে সেই নতুন সদস্য? বলা ভাল কী সেই নতুন সদস্য? কিছুদিন আগেই কিনেছেন নতুন ফ্ল্যাট, নিজেদের মতো করে তাঁদের সংসার সাজিয়েছেন রাহুল এবং প্রীতি। এবার এল সেই 'নয়া সদস্য' গাড়ি। তাও যে সে গাড়ি নয়, মাহিন্দ্রা থর রক্স এবং তাও একেবারে সেরা মডেল। বলাই বাহুল্য, রাহুলের বহু দিনের ইচ্ছে ছিল  কেনার। এবারে তাঁর সেই ইচ্ছেপূরণ হল। মা-বাবা স্ত্রী এবং কন্যা সন্তানকে নিয়ে পরিবারের নতুন সদস্যকে বাড়ি নিয়ে এলেন রাহুল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন অভিনেতা। 

একরত্তির মিষ্টি ছবি মাঝেমধ্যেই ভাগ করে নেন দু'জনে। তবে মেয়ের মুখের ছবি প্রকাশ্যে আনেননি রাহুল এবং প্রীতি। রাহুলের কথায়, 'শুধু মেয়ে নয়, প্রীতি স্ত্রী  হয়ে আসার পরও জীবন অনেকটাই বদলে গিয়েছে আমার।  এইমুহূর্তে পরিবারের সঙ্গে দারুন সময় কাটাচ্ছি, মেয়ের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারলাম, তবে এবার কাজে ফেরার ভাবনা-চিন্তা রয়েছে"। কেক কেটে উদ্‌যাপন করে নতুন সদস্যকে বাড়ি নিয়ে এসেছে মজুমদার পরিবার। কলকাতার রাস্তায় এখনও এই মডেলের গাড়িকে ভালভাবে দেখা যাওয়ার আগেই নিজের বাড়িতে প্রথম নিয়ে এলেন রাহুল।