বিয়ে করলেন অভিনেত্রী সারা খান। ‘সপনা বাবুল কা... বিদাই’, ‘প্রীত সে বান্ধি ইয়ে ডোরি রাম মিলায়ি জোড়ি’ এবং ‘সসুরাল সিমর কা’র মতো ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি পরিচিত। অভিনেত্রী এক বছর সম্পর্কে থাকার পর ৬ অক্টোবর অভিনেতা-প্রযোজক কৃষ পাঠকের সঙ্গে আইনি বিবাহ সেরেছেন।
প্রেম করাকালনী কৃষের সঙ্গে থেকেছেন সারা। তখনই বুঝেছিলেন, সেই মানুষটির সঙ্গেই সারাটা জীবন কাটাতে চান তিনি। বাঁধতে চান সুখের ঘর।
বিয়ের অভিজ্ঞতা সম্পর্কে সারা বলেন, “আমার গায়ে কাঁটা দিচ্ছিল, পেটে যেন প্রজাপতি উড়ছিল। যেরকম সঙ্গী আমি সবসময় চেয়েছি, ও তেমনই একজন মানুষ। আমি মনে করি, যখন কেউ ধৈর্য ধরে অপেক্ষা করে, তখনই সঠিক মানুষ জীবনে আসে। আমার মনে হয় এই জীবন পেরিয়েও একই সূত্রে গেঁথে থাকব আমরা।”
তিনি আরও বলেন, “এই সম্পর্কের মধ্যে আমি অনেক বেড়ে উঠেছি। আমি অনেক ভুল করেছি। কিন্তু কৃষ আমার জীবনের সেরা সিদ্ধান্ত। আমরা প্রতিদিন একে অপরের থেকে শিখছি এবং এই বিয়ে সত্যিই সব দিক থেকে একটি পার্টনারশিপ।” সারা জানান, তাঁদের আইনি বিয়েটি একটি অন্তরঙ্গ অনুষ্ঠান ছিল। তবে ডিসেম্বরে ধুমধাম করে জীবনের নতুন অধ্যায় শুরু করবেন তাঁরা।
 
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
 
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener"> 
   
 
    
 
    
 
   
    View this post on Instagram
     
    
 
    
    
  
  
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Saaraa Khan (@ssarakhan)
 
 
এক বছর আগে একটি ডেটিং অ্যাপে কৃষের সঙ্গে পরিচয় সারার। কৃষের ছবি দেখেই নাকি তাঁকে খুব আপন মনে হয়েছিল অভিনেত্রীর। এরপর তাঁরা চ্যাট করতে শুরু করেন এবং পরের দিনই দেখা করেন। দেখা করার সময় তিনি সরাসরি জানান যে তিনি কোনও অস্থায়ী আনন্দ খুঁজছেন না। বরং স্থায়ী সম্পর্ক চান।
কৃষ নিজেও পেশায় একজন অভিনেতা। তাঁদের প্রেমকাহিনীকে অভিনেতা একটি প্রকৃত জেন-জি রোম্যান্স হিসাবে বর্ণনা করেন। তিনি জানান, তাঁরা দু’জনেই অতীতের সম্পর্কে ধাক্কা খেয়েছেন। সেই যন্ত্রণা থেকে সেরে উঠতেই একে অপরকে খুঁজে পান তাঁরা। এক সময় কৃষ ভাবতেন তিনি বিয়ের জন্য উপযোগী নন। অভিনেতার মা তাঁকে একা বড় করে তোলেন। বিয়ের বন্ধন কতটা সুন্দর হতে পারে, সেই ধারণা তাঁর ছিল না।
 অন্য দিকে, সারা তাঁর মা-বাবার সুন্দর সম্পর্ককে দেখে বেড়ে উঠেছেন। এবং নিজের জীবনেও সম্পর্কের ক্ষেত্রে সেরকম স্থিতিশীলতা চাইতেন। কৃষ জানান, যখন তিনি সারার ছবি দেখেন, তখনই তাঁর প্রতি তিনি আকৃষ্ট বোধ করেন। অভিনেত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ যেন সব কিছু বদলে দেয়। এবং কৃষ বুঝতে পারেন যে, সারাকে তিনি হারাতে চান না।
সারা ২০১০ সালে ‘বিগ বস ৪’এ আলি মার্চেন্টের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে ২০১১ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। কৃষের হাত ধরে জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন অভিনেত্রী।