বিয়ে করলেন অভিনেত্রী সারা খান। ‘সপনা বাবুল কা... বিদাই’, ‘প্রীত সে বান্ধি ইয়ে ডোরি রাম মিলায়ি জোড়ি’ এবং ‘সসুরাল সিমর কা’র মতো ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি পরিচিত। অভিনেত্রী এক বছর সম্পর্কে থাকার পর ৬ অক্টোবর অভিনেতা-প্রযোজক কৃষ পাঠকের সঙ্গে আইনি বিবাহ সেরেছেন।

প্রেম করাকালনী কৃষের সঙ্গে থেকেছেন সারা। তখনই বুঝেছিলেন, সেই মানুষটির সঙ্গেই সারাটা জীবন কাটাতে চান তিনি। বাঁধতে চান সুখের ঘর।

বিয়ের অভিজ্ঞতা সম্পর্কে সারা বলেন, “আমার গায়ে কাঁটা দিচ্ছিল, পেটে যেন প্রজাপতি উড়ছিল। যেরকম সঙ্গী আমি সবসময় চেয়েছি, ও তেমনই একজন মানুষ। আমি মনে করি, যখন কেউ ধৈর্য ধরে অপেক্ষা করে, তখনই সঠিক মানুষ জীবনে আসে। আমার মনে হয় এই জীবন পেরিয়েও একই সূত্রে গেঁথে থাকব আমরা।”

তিনি আরও বলেন, “এই সম্পর্কের মধ্যে আমি অনেক বেড়ে উঠেছি। আমি অনেক ভুল করেছি। কিন্তু কৃষ আমার জীবনের সেরা সিদ্ধান্ত। আমরা প্রতিদিন একে অপরের থেকে শিখছি এবং এই বিয়ে সত্যিই সব দিক থেকে একটি পার্টনারশিপ।” সারা জানান, তাঁদের আইনি বিয়েটি একটি অন্তরঙ্গ অনুষ্ঠান ছিল। তবে ডিসেম্বরে ধুমধাম করে জীবনের নতুন অধ্যায় শুরু করবেন তাঁরা।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Saaraa Khan (@ssarakhan)