সংবাদসংস্থা মুম্বই: গত কয়েকদিন ধরেই সমাজমাধ্যমের আনাচেকানাচে ঘুরছে একটি ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী শ্বেতার পাশে বরবেশে দেখা 'বিগ বস' শো খ্যাত বিশাল আদিত্য সিং-কে! তাহলে কি গোপনে তৃতীয়বার ছাদনাতলায় বসে পড়লেন শ্বেতা? আজ্ঞে না। ছবিটি একটু খতিয়ে দেখলেই বোঝা যাবে যে, এই ছবি আসলে মর্ফ করা। অর্থাৎ বিয়ে করেননি শ্বেতা তিওয়ারি ও বিশাল আদিত্য সিং। বরং লাল শাড়িতে শ্বেতার যে ছবিটি, তা আসলে অভিনেত্রী স্বরা ভাস্করের বিয়ের। সেখানেই স্বরার জায়গায় বসানো হয়েছে শ্বেতার মুখ। আর তাঁর স্বামী ফারহাদ আহমেদের জায়গায় বসেছে বিশালের মুখ। এবার এই বিষয়ে মুখ খুললেন বিশাল। 

 

 

‘খতরো কে খিলাড়ি ১১’-তে একসঙ্গে অংশ নিয়েছিলেন বিশাল আর শ্বেতা। সেই থেকে তাঁদের বন্ধুত্ব। শুধু তাই নয়, ‘বেগুসরাই’ বলে একটি শো-তে বিশালের মায়ের চরিত্রে অভিনয়ও করেছিলেন শ্বেতা। তাঁদের ‘বিয়ের ছবি’ নিয়ে এক সাক্ষাৎকারে বিশাল বললেন, “হ্যাঁ, ছবিটা আমার চোখেও পড়েছে। হাসা ছাড়া আর কী-ই বা করতে পারি আমি। আর শ্বেতার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক কেমন তার ফিরিস্তি আমি দেব না। কারণ আমি যাই-ই বলি লোকজনের যা ভাবার তাঁরা তা নিজেদের মতো করেই ভাববেন। শ্বেতা এবং আমি, আমরা দু'জন্যেই পরস্পরকে খুব ভাল করে চিনি ও জানি। তাই আমাদের বিষয়ে অন্যরা কী বললেন তা নিয়ে মাথা ঘামাতে যাবোই বা কেন? যাঁরা আমাদের দু’জনকেই চেনেন তাঁরা জানেন  শ্বেতা তিওয়ারি আমার একজন দুর্দান্ত সহ-অভিনেত্রী এবং বন্ধু। ‘বেগুসরাই’ আমার মায়ের ভূমিকায় অভিনয় করে। সেই থেকে আমি এখনো ওকে মা বলেই ডাকি।”