সংবাদ সংস্থা মুম্বই: প্রয়াগরাজের মহাকুম্ভে পদপিষ্ট হয়ে অন্তত বহু পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। গুরুতর আহতের সংখ্যাটিও কম নয়। কয়েক কোটি পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে উপস্থিত হয়েছিলেন বলে জানা গিয়েছে। ঘাটের কাছে অতিরিক্ত ভিড়ের চাপে একসময় ব্যারিকেড ভেঙে যায় বলে অভিযোগ। অনেকে পড়ে যান। হুড়োহুড়িতে তাঁদের উপর দিয়েই মাড়িয়ে চলে যান অনেকে। চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ এবং কেন্দ্রীয় আধাসেনা। যদিও প্রয়াগরাজ সঙ্গমে মৌনী অমাবস্যায় ‘শাহি স্নানে’র সময় ভিড় নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছিল যোগী সরকার। কিন্তু দুর্ঘটনা এড়ানো যায়নি।তবে এরপরেও যোগীস্তুতি অক্ষয় কুমারের মুখে!

 

গত এক মাসে দেশ-বিদেশের হাজার তারকা এসেছেন, গঙ্গা-যমুনা-সরস্বতীর সঙ্গমে ডুব দিয়েছেন। এবার সেই তালিকায় জুড়ল অক্ষয় কুমারের নাম। সোজা কথায়, পুণ্যস্নান সারলেন বলিউডের ‘খিলাড়ি’। সোমবার সকালেই তিনি উত্তরপ্রদেশ পৌঁছেই প্রয়াগ সঙ্গমে হাজির হন অক্ষয়। সাদা পাজামা পাঞ্জাবি পরে তিন নদীর মিলনস্থলে ডুব দেন তিনি। জলে নামার আগে অবশ্য নমস্কার সর্তেও দেখা যায় তাঁকে। সেসব সেরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভূয়সী প্রশংসা করলেন অক্ষয়। কুম্ভের ব্যবস্থাপনারও দারুণ তারিফ শোনা গেল তাঁর মুখে।অক্ষয়ের কথায়, " দারুণ মজা পেলাম। আর ব্যবস্থাপনা তো অপূর্ব! মুখ্যমন্ত্রী যোগী মহারাজকে অসম্ভব ধন্যবাদ কুম্ভে এত দারুণ সুব্যবস্থা করার জন্য। দারুণ..."

 


প্রসঙ্গত, মহাকুম্ভে যাওয়ার জন্য হুড়োহুড়িতে নয়াদিল্লি স্টেশনে তুমুল ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১৮ জন।