সংবাদ সংস্থা মুম্বই: 'ইচ্ছে থাকলেও উপায় নেই', সঞ্জয় দত্তের বর্তমান পরিস্থিতিকে যদি এককথায় প্রকাশ করতে বলা হয়, তাহলে এর থেকে বেশি লাগসই কিছু খুঁজে পাওয়া বেশ মুশকিল। খুলেই বলা যাক বিষয়টা। বহু দিন ধরে নানা পরিকল্পনা করে এগিয়েছে 'সন অফ সর্দার'-এর সিক্যুয়েল অর্থাৎ 'সন অফ সর্দার ২'-এর কাজ। তবে শুটিং শুরু হওয়ার আগে একেবারে শেষমুহূর্তে বাদ পড়লেন সঞ্জয় দত্ত! 
শোনা গিয়েছিল, ২০১২-র পর ফের একবার বড়পর্দায় হাসি-লড়াইয়ে মেতে উঠবেন সঞ্জয়-অজয়। এই ছবি নিয়ে দারুণ উৎসাহী ছিলেন 'সঞ্জু বাবা' নিজেও। তবে একেবারে শেষমুহূর্তে ছবি থেকে বাদ পড়লেন তিনি। তাঁর জায়গায় এলেন রবি কিষেণ।
কিন্তু কেন এমন করলেন সঞ্জয়ের প্রিয় বন্ধু অজয় দেবগণ? অজয় যেখানে এই ছবির প্রযোজকও। সূত্রের খবর, 'সন অফ সর্দার ২'-এর শুটিং হওয়ার কথা স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের বেশ কয়েকটি জায়গা জুড়ে। সেইমতো ইংল্যান্ডে তারকাদের যাওয়ার তোড়জোড় শুরু হয়েছিল। সেই সময়ে সঞ্জয়ের ইংল্যান্ড যাওয়ার ভিসা পাওয়া যায়নি। সাফ কথায়, ভিসা দফতরের তরফে বিলেতে যাওয়ার অনুমতি পাননি 'মুন্না ভাই'।
সূত্রের আরও খবর, ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণ মামলায় বেআইনি অস্ত্র মজুতের অপরাধে ২০০৭ সালে দোষী সব্যস্ত হল সঞ্জয় দত্ত। ১৮ মাস জেলে কাটানোর পর জামিনে মুক্তি পান তিনি। সেই বিষয়টির জন্যেই নাকি সঞ্জয়ের ইংল্যান্ড যাওয়ার অনুমতি পাওয়া যায়নি। শুধু তাই নয়, এর আগে একাধিকবার নাকি ইংল্যান্ড যাওয়ার জন্য আবেদন করেছিলেন 'খলনায়ক'-এর তারকা। কিন্তু বারবার নাকচ হয়ে গিয়েছে সব আবেদন। এবার অনুমতি পেলে প্রথমবার ইংল্যান্ড সফর হতো তাঁর।
'সন অফ সর্দার ২'-এ সঞ্জয় দত্ত, অজয় দেবগণ ছাড়াও অন্যতম মুখ্য ভূমিকায় দেখা যাবে ম্রুণাল ঠাকুরকে।
এই প্রসঙ্গে 'হাউজফুল ৫'-এর শুটিংয়েও সঞ্জয়কে নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। কারণ সেই ছবির একটি বড় অংশের শুটিং হওয়ার কথা লন্ডনে। যদিও ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা জানিয়েছেন, 'হাউজফুল ৫'-এর বাকি শিল্পীদের নিয়ে শুটিং যেমন চলার কথা চলবে। সঞ্জয়ের অংশের শুটিং মুম্বইতে সেরে নেওয়া হবে।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে আদালতের নির্দেশে ফের জেলে যেতে হয় সঞ্জয় দত্তকে। পরে ২০১৬ সালে পাকাপাকি মুক্তি পান সঞ্জয়।
শোনা গিয়েছিল, ২০১২-র পর ফের একবার বড়পর্দায় হাসি-লড়াইয়ে মেতে উঠবেন সঞ্জয়-অজয়। এই ছবি নিয়ে দারুণ উৎসাহী ছিলেন 'সঞ্জু বাবা' নিজেও। তবে একেবারে শেষমুহূর্তে ছবি থেকে বাদ পড়লেন তিনি। তাঁর জায়গায় এলেন রবি কিষেণ।
কিন্তু কেন এমন করলেন সঞ্জয়ের প্রিয় বন্ধু অজয় দেবগণ? অজয় যেখানে এই ছবির প্রযোজকও। সূত্রের খবর, 'সন অফ সর্দার ২'-এর শুটিং হওয়ার কথা স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের বেশ কয়েকটি জায়গা জুড়ে। সেইমতো ইংল্যান্ডে তারকাদের যাওয়ার তোড়জোড় শুরু হয়েছিল। সেই সময়ে সঞ্জয়ের ইংল্যান্ড যাওয়ার ভিসা পাওয়া যায়নি। সাফ কথায়, ভিসা দফতরের তরফে বিলেতে যাওয়ার অনুমতি পাননি 'মুন্না ভাই'।
সূত্রের আরও খবর, ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণ মামলায় বেআইনি অস্ত্র মজুতের অপরাধে ২০০৭ সালে দোষী সব্যস্ত হল সঞ্জয় দত্ত। ১৮ মাস জেলে কাটানোর পর জামিনে মুক্তি পান তিনি। সেই বিষয়টির জন্যেই নাকি সঞ্জয়ের ইংল্যান্ড যাওয়ার অনুমতি পাওয়া যায়নি। শুধু তাই নয়, এর আগে একাধিকবার নাকি ইংল্যান্ড যাওয়ার জন্য আবেদন করেছিলেন 'খলনায়ক'-এর তারকা। কিন্তু বারবার নাকচ হয়ে গিয়েছে সব আবেদন। এবার অনুমতি পেলে প্রথমবার ইংল্যান্ড সফর হতো তাঁর।
'সন অফ সর্দার ২'-এ সঞ্জয় দত্ত, অজয় দেবগণ ছাড়াও অন্যতম মুখ্য ভূমিকায় দেখা যাবে ম্রুণাল ঠাকুরকে।
এই প্রসঙ্গে 'হাউজফুল ৫'-এর শুটিংয়েও সঞ্জয়কে নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। কারণ সেই ছবির একটি বড় অংশের শুটিং হওয়ার কথা লন্ডনে। যদিও ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা জানিয়েছেন, 'হাউজফুল ৫'-এর বাকি শিল্পীদের নিয়ে শুটিং যেমন চলার কথা চলবে। সঞ্জয়ের অংশের শুটিং মুম্বইতে সেরে নেওয়া হবে।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে আদালতের নির্দেশে ফের জেলে যেতে হয় সঞ্জয় দত্তকে। পরে ২০১৬ সালে পাকাপাকি মুক্তি পান সঞ্জয়।
