সংবাদ সংস্থা মুম্বই: “প্রযোজকরা আমাকে নেন না”— ‘আশিকি ৩’ নিয়ে মুখ খুললেন মোহিত সুরি, নাম না করেই ইন্ডাস্ট্রির বাস্তবটা বললেন স্পষ্টভাবে! ২০১৩ সালে মুক্তি পেয়েছিল প্রেমের গল্প নিয়ে বক্স অফিস সফল ছবি —‘আশিকি ২’। আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুরের রসায়ন, আর দুরন্ত সাউন্ডট্র্যাক মিলে ছবিটি হয়ে উঠেছিল এক প্রজন্মের আবেগ। আর সেই ছবির পরিচালক মোহিত সুরি।
কিন্তু এত বছর পর যখন কথা উঠল ‘আশিকি ৩’-এর, তখন মোহিত সুরির উত্তর যেন সোজাসাপটা, খোলামেলা—আর খানিকটা তীব্রও।সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়, আদিত্য ও শ্রদ্ধাকে নিয়ে তিনি আরেকটা 'আশিকি'-র মতো ছবি বানাবেন কি না, তখন হেসে উত্তর দেন মোহিত— “প্রযোজকদের জিজ্ঞেস করুন… ওরা তো আমাকেই নিচ্ছে না!” আর সঙ্গে বলেন, “আমি আদিত্য-শ্রদ্ধাকে নিয়ে অবশ্যই ছবি বানাতে চাই। কিন্তু সেটা করার জন্য আমাকে এমন একটা চিত্রনাট্য পেতে হবে যা ‘আশিকি ২’-এর থেকেও ভালো। আর সেটা খুঁজে পাওয়া সত্যিই কঠিন। ‘আশিকি’-র চাপ এখনও আমার ঘাড়ে।” এই বক্তব্যে স্পষ্ট, ‘আশিকি’ নামটাই এত বড় ভার বহন করে, যে তার পরবর্তী অধ্যায়ে নাম লেখাতে হলে চূড়ান্ত প্রস্তুত থাকতে হয়—তা শুধু আবেগ দিয়ে হয় না।
আরও পড়ুন: হৃতিকের ব্রেক, সঙ্গে তৃপ্তির সরু কোমরের ঝটকা দেখে পাগলপারানেটপাড়া! কবে আসছে এই জুটির নতুন ছবি?
‘আশিকি ২’ থেকে ‘সইয়ারা’—মোহিত সুরির নতুন সুর। এদিকে মোহিত এখন ব্যস্ত তাঁর নতুন রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ‘সইয়ারা’ নিয়ে, যেটি প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস। ছবিতে রয়েছেন নতুন দুই মুখ—আহান পাণ্ডে (চাঙ্কি পাণ্ডের ভাইপো) ও অনীত পড়্ডা। আহান অভিনয় করছেন এক উঠতি গায়কের ভূমিকায়, আর অনীত একজন সংবেদনশীল গীতিকার। সঙ্গীত পরিচালনায় আছেন তনিষ্ক বাগচী, ফাহিম আবদুল্লাহ ও আরসালান নিজামি। ছবিটি মুক্তি পাচ্ছে ১৮ জুলাই। উল্লেখ্য, ‘সইয়ারা’-র ট্রেলারে মুগ্ধ হয়েছেন স্বয়ং ‘আশিকি ২’-র জুটি আদিত্য ও শ্রদ্ধা।
তাহলে কি মোহিত সুরি-র ‘আশিকি অধ্যায়’ এখানেই শেষ? নাকি অপেক্ষা করছে এক নতুন মোড়? তিনি নিজেই বলেছেন—“চাই ঠিক গল্প, শুধু আবেগ নয়।” কিন্তু প্রশ্ন থাকছেই—এই গল্পটা যদি একদিন আসে, তখন কি প্রযোজকরা তাঁকে ডাকবেন?
সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিত্য রায় কাপুর তাঁর ব্যক্তিগত জীবন ও প্রেম, বিচ্ছেদের অভিজ্ঞতা ভাগ করেছেন। প্রেমে ব্যর্থ হলে বা হৃদয় ভাঙার পর কী করেন অভিনেতা? এই প্রশ্নের জবাবে অভিনেতা জানান, তিনি এমন সময় নিজের ঘর গোছাতে পছন্দ করেন। তাঁর কথায়, "আমি হয়তো আমার দাবা খেলি বা বাথরুম পরিষ্কার করি। যেভাবেই হোক নিজেকে যেকোনও কাজে নিজেকে ব্যস্ত রাখি।"
আদিত্য অভিনীত মেট্রো...ইন দিনও ছবিতে এক আধুনিক শহুরে প্রেমের গল্প তুলে ধরা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের সম্পর্কের জটিলতা ও সংবেদনশীলতা ফুটে উঠবে। আদিত্য বলেন, “বর্তমান সময়ে আমাদের সম্পর্কগুলো অনেকটাই মোবাইল নির্ভর হয়ে পড়েছে। আগেকার দিনের মত ধৈর্য বা যোগাযোগের গভীরতা অনেকটাই হারিয়ে গেছে।” সম্পর্ক বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে অভিনেতা বলেন, “আমি ‘ওল্ড স্কুল’। সম্পর্ক মানে শুধুই প্রেম নয়—বন্ধু, পরিবার, ভাইবোন—সবকিছু মিলিয়েই জীবন।” বর্তমানে সমাজে প্রচলিত ‘সিচুয়েশনশিপ’ বা অন্যান্য নতুন সম্পর্কের সংজ্ঞা সম্পর্কে তিনি বলেন, এসব শব্দ বা ধারণা তাঁর খুব একটা পরিচিত নয়। আদিত্যর মতে, সম্পর্ক যত সহজভাবে নেওয়া যায়, ততই ভাল। নিজের ব্যক্তিগত জীবনকে তিনি যতটা সম্ভব ব্যক্তিগতই রাখতে চান।
