তামান্না ভাটিয়া ও বিজয় বর্মা একসময়ে একে অপরকে চোখে হারাতেন। দুই তারকার রসায়নে মুগ্ধ ছিলেন অনুরাগীরা। কিন্তু এখন সেসব অতীত। দীর্ঘ দু’বছরের প্রেমের পর হঠাৎ করেই হয় বিচ্ছেদ। এমনকী সম্পর্কের তিক্ততা এতটাই বেড়ে গিয়েছে যে একে অপরের মুখ দেখতে নারাজ তাঁরা! ব্রেকআপের পর বিজয়ের নতুন সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গেলেও তামান্না নাকি সহজে বিচ্ছেদ যন্ত্রণা কাটিয়ে উঠতে পারেননি। আর এবার জীবনের নতুন অধ্যায়ের শুরুর ইঙ্গিত দিলেন অভিনেত্রী।
বেশ কয়েক দিন আগে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মতামত দিয়েছেন তামান্না। বিজয়ের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর অভিনেত্রী এখন নিজেকে আরও ভাল জীবনসঙ্গী হিসেবে গড়ে তুলতে চান। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের নতুন শো ‘ডু ইউ ওয়ানা পার্টনার’ প্রচারের সময় তামান্না বলেন,“আমি এমন একজন প্রেমিকা হতে চাই, যার মনে হবে আমার জীবনে তামান্নার আসাটা একটা ভাল সিদ্ধান্ত ছিল। যে-ই সেই ভাগ্যবান মানুষ হোক, আমি এখন থেকেই তার জন্য নিজেকে প্রস্তুত করছি। প্যাকেজ শিগগিরই ডেলিভার হবে।”
আরও পড়ুনঃ ধর্মকে অপমান! ‘প্রতিশোধ’ নিতে দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ, অপরাধের দায় নিল কারা
ব্রেকআপের পরও যে অভিনেত্রী ভেঙে পড়েননি, বরং জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি আরও ইতিবাচক হয়েছে তা যথেষ্ট স্পষ্ট। ব্যক্তিগত জীবন সামলে নতুন করে এগোতে চাইছেন অভিনেত্রী। তামান্নার মতে, সুস্থ সম্পর্ক গড়ে তুলতে হলে আগে নিজেকেই প্রস্তুত করা দরকার। আর তিনি সেই কাজটি করছেন।

ঠিক কবে থেকে প্রেম শুরু হয়েছিল বিজয়- তামান্নার? ২০২২-এর ডিসেম্বরে গোয়ায় একসঙ্গে নববর্ষ উদ্যাপন করতে গিয়েছিলেন বিজয়-তামান্না, তখন থেকেই গুঞ্জন। পরে এক পার্টিতে তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হলে প্রেমের খবর নিশ্চিত হয়। ২০২৩-এর জুনে অবশেষে তামান্না নিজেই এক সাক্ষাৎকারে জানান, হ্যাঁ, তাঁদের প্রেম শুরু হয়েছিল ‘লাস্ট স্টোরিজ ২’ শ্যুটিংয়ের সময়। “ও (বিজয়) একজন চমৎকার মানুষ। একেবারে হঠাৎ করেই স্বতঃস্ফূর্তভাবেই ওর সঙ্গে আমার সম্পর্ক শুরু হয়,” বলেছিলেন তিনি।
বলিউডের অন্যতম চর্চিত প্রেমে এখন ফুলস্টপ। শোনা যায়, তামান্না নাকি বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু বিজয় তাতে রাজি ছিলেন না। এই নিয়ে মনোমালিন্য এবং শেষে সম্পর্কে ছেদ পড়ে তাঁদের। আর সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে নিজের মতো জীবন বেছে নিয়েছেন তামান্না।
