আজকাল ওয়েবডেস্ক: বলিউড থেকে টলিউড, নায়িকা মাত্রই ছিপছিপে চেহারা। তারকাদের মতো মেদহীন চেহারা পেতে চান বেশিরভাগ আমজনতা। কিন্তু শুধুই তো কড়া ডায়েট, শরীরচর্চা নয়, তারকারা স্লিম-ফিট থাকতে বিশেষ কিছু খাবারও খান। তেমনই একটি খাবার হল কফি। নিশ্চয়ই ভাবছেন তো কফি খেয়ে ওজন কমে নাকি! না, শুধু কফি নয়, তার সঙ্গে মেশাতে হবে ঘি। তাহলেই শরীর থেকে ঝরবে বাড়তি মেদ।
অনেকেই এক কাপ কফিতে চুমুক দিয়ে দিন শুরু করেন। আর এই কফিতেই মেশাতে হবে এক চামচ ঘি। যার পোশাকি নাম বুলেটপ্রুফ কফি। ঘি মিশিয়ে কফি খেলেই তরতরিয়ে কমবে ওজন। ইদানীং চটজলদি মেদ ঝরাতে অনেকেই এই পানীয় দিয়ে দিন শুরু করেন।
এক কাপ জলে এক চামচ ঘি আর ১ চামচ কফির সঙ্গে মিশিয়ে তৈরি করুন বুলেটপ্রুফ কফি। এই ঘি কফি পেট অনেকক্ষণ ভরা রাখতে সাহায্য করে। ফলে ঘন ঘন খিদে পায় না। ঘি-তে উপস্থিত স্বাস্থ্যকর ফ্যাট ধীরে ধীরে হজম হয়, যা দীর্ঘক্ষণ শরীরে এনার্জিও জোগায়।
শুধু ওজন নিয়ন্ত্রণে রাখতেই নয়, এই পানীয়র আরও অনেক উপকারিতা রয়েছে। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ বুলেটপ্রুফ কফি শরীরে ফ্রি ব়্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। অনেকেই শরীরচর্চা করার আগে আগে ঘি কফি পান করেন। যা ব্যায়ামের সময় যেমন এনার্জি জোগায়, তেমনই সক্রিয়ভাবে ঘাম ঝরাতে সাহায্য করে।
