আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানার রোহতকের বাসস্ট্যান্ডের কাছে একটি স্যুটকেস থেকে ২২ বছর বয়সী কংগ্রেস কর্মী হিমানি নারওয়ালের মৃতদেহ উদ্ধার হয়েছে। এই মৃত্যুর পরিপ্রেক্ষিতে মেয়ের হত্যার বিষয়ে গুরুতর অভিযোগ তুলেছেন হিমানির মা, সবিতা নারওয়াল।
তিনি দাবি করেছেন, হিমানির উত্থান দেখে কংগ্রেসেরই কিছু সদস্য তাঁকে রাজনৈতিকভাবে হুমকি মনে করতে পারেন, যার ফলে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। "আমার মেয়ে কংগ্রেসের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। দলের লোকজন আমাদের বাড়িতেও আসতো। মনে হচ্ছে, তাঁর উত্থান দেখে কেউ তাঁর ক্ষতি করেছে," বলেন তিনি।
তিনি জানান, ২৭ ফেব্রুয়ারি শেষবারের মতো মেয়ের সঙ্গে কথা হয়েছিল তাঁর। হিমানি পরের দিন কংগ্রেস নেতা ভূপিন্দর সিংহ হুডার এক র্যালিতে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু এরপর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
সভিতা আরও জানান, হিমানি গত ১০ বছর ধরে কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন এবং রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণ করে শ্রীনগর পর্যন্ত গিয়েছিলেন। "তিনি স্বচ্ছ রাজনীতি করতে চেয়েছিলেন, কিন্তু কেউ কেউ তাঁকে সমস্যায় ফেলার চেষ্টা করেছিল," বলেন তিনি।
হিমানির মা দাবি করেছেন যে, মেয়ের মৃত্যু পর দলের কোনো বড় নেতা এখনও তাঁদের সাথে যোগাযোগ করেননি। তিনি মেয়ের হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করেছেন।
