আজকাল ওয়েবডেস্ক: মৃত্যুর আগের দিন জীবনের সবচেয়ে বড় শপথ নিয়েছিলেন হিদার মোশার। হাসপাতালের বিছানায় শুয়ে, অক্সিজেন মাস্ক পরে, সাদা গাউন পরে বিয়ে করলেন প্রেমিক ডেভিড মোশারকে। বিয়ের ১৮ ঘণ্টা পরেই থেমে গেল তাঁর হৃদস্পন্দন। হিদার ও ডেভিডের ভালবাসার গল্প শুরু হয়েছিল ২০১৫ সালে, এক সুইং ডান্স ক্লাসে। প্রেম গাঢ় হতে না হতেই, ২০১৬ সালের ২৩ ডিসেম্বর, ডেভিড যেদিন প্রপোজ করতে চেয়েছিলেন, সেদিনই হিদারের ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। অপারেশন, কেমোথেরাপি—সবকিছুই করেছিলেন হিদার। কিন্তু ক্যান্সার ছড়িয়ে পড়ে শরীর জুড়ে। শেষপর্যন্ত তাঁকে ভেন্টিলেটরেও রাখতে হয়।

প্রথমে ৩০ ডিসেম্বর বিয়ের দিন ঠিক করা হয়েছিল। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায়, তাঁরা বিয়ের দিন এগিয়ে এনে ২২ ডিসেম্বরেই বিয়ে সেরে ফেলেন, সেন্ট ফ্রান্সিস হাসপাতালের এক ঘরে, বন্ধু ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে। হিদারকে বিছানায় গাউন পরিয়ে, পরচুলা লাগিয়ে সাজিয়ে তোলা হয়। তাঁর শেষ কথাগুলির মধ্যেই ছিল বিয়ের শপথ। ডেভিড মোশার পরে বলেন, “আমি জানতাম ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কথা বলতে পারছে না ঠিকভাবে। কিন্তু ও নিজের সমস্ত শক্তি দিয়ে শপথটা শেষ করল। এটা যেন simultaneously বিয়ে আর বিদায় বলার মুহূর্ত ছিল। একেবারে অবিশ্বাস্য।”

বিয়ের একটি ছবি, যেখানে হিদার দু’হাত তুলে বিজয়ের ভঙ্গিতে আছেন, ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। শেষ মুহূর্তের সেই ভালোবাসা আর অদম্য সাহস অনুপ্রেরণা জোগায় হাজারো মানুষকে। হিদারের এই কাহিনি শুধুই মৃত্যু বা দুঃখের গল্প নয়—এ এক অসীম ভালোবাসার, অঙ্গীকারের, এবং জীবনের শেষ মুহূর্ত অবধি লড়ে যাওয়ার অনন্য দলিল।