মিল্টন সেন: সাত বছর আগে মাকে গুলি করে হত্যার দায়ে রাজু তিওয়ারিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে চুঁচুড়া আদালত। বিচারক সঞ্জয় কুমার শর্মা শুক্রবার রাজুকে দোষী সাব্যস্ত করেন এবং মঙ্গলবার সাজা ঘোষণা করেন।
২০১৭ সালের ২১ ডিসেম্বর হুগলির কানাগড় এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। মাদকাসক্ত রাজু তাঁর মা জ্যোৎস্না তিওয়ারিকে গুলি করেন। ঘটনার পর পরই তাঁকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু ২২ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। বীরেন্দ্র তিওয়ারির অভিযোগের ভিত্তিতে রাজুকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ২০১৮ সালের ৩ মার্চ চার্জশিট দাখিল করে এবং মামলায় ১৪ জনের সাক্ষ্যগ্রহণ হয়। বিচারক অভিযুক্তকে আইপিসি ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং আরও তিনটি ধারায় অতিরিক্ত সাজা প্রদান করেছেন।
