ফের সমালোচনার মুখে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। তবে এবার কোনও ছবির কারণে নয়, বরং আবু ধাবির নতুন পর্যটন প্রচারাভিযান ‘ভিজিট আবুধাবি’র কারণে নিন্দার মুখে তারকা-দম্পতি। সেই বিজ্ঞাপনে দীপিকার পরনে খয়েরি রঙের হিজাব। কালো স্যুটে রণবীর। রয়েছে একমুখ লম্বা দাড়িও। ভিডিও দেখা যায়, তাঁরা আবুধাবির মনোরম সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে আবিষ্কার করছেন। তবে এই বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পর থেকেই রোষের মুখে পড়েন বলিউজের তারকা-দম্পতি।

বিজ্ঞাপনে শেখ জায়েদ গ্র্যান্ড মস্কে হিজাব পরিহিত দীপিকাকে দেখা যায়। অনেক দর্শকই এই দৃশ্যকে ‘শালীন এবং মর্যাদাপূর্ণ’ বলে প্রশংসা করেছেন। একজন নেটাগরিক লিখেছেন, ‘হিজাবে দীপিকা দারুণ লাগছে।‘ আরেকজন মন্তব্য করেছেন, ‘আরবের সংস্কৃতির প্রতি তাঁদের সম্মান সত্যিই প্রশংসনীয়।’
তবে শুধু প্রশংসাই নয়, একই দৃশ্য ঘিরে সমালোচনার ঝড়ও ওঠে। নেটিজেনদের একাংশ তাঁদের এমন সাজে বিজ্ঞাপন করার সিদ্ধান্তকে ‘হিন্দু ধর্মকে অসম্মান’ বলে দাগিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, ‘বয়কট দীপিকা। যারা হিন্দুধর্মের মর্যাদা বোঝে না, তাদের এড়িয়ে চলুন।’  অন্য এক মন্তব্যে বলা হয়েছে, “উনি দ্বিচারিতা করেন। তবুও মানুষ ওর সিনেমা হিট করায়।”

অন্য দিকে, অনেকেই দীপিকার পক্ষে সুর তুলেছেন। তাঁদের মতে, মসজিদে প্রবেশের সময় অবয়া পরা বাধ্যতামূলক। একজন ভক্ত লিখেছেন, ‘এই মসজিদে প্রবেশের সময় সবাইকে হিজাব পরতে হয়— এমনকি রিহানাও পরেছিলেন। এতে কারও আহত হওয়ার কিছু নেই।’ আরেকজন লিখেছেন, ‘দীপিকা কখনও মন্দিরের প্রতি অসম্মান দেখাননি, তাহলে এখন তাঁকে কাঠগড়ায় তোলা হচ্ছে কেন?’

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Hardik Shah (@humor_silly)