অংশুলার বাগদানের অনুষ্ঠানে তারকাদের ভিড় সত্ত্বেও বোন জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর ছিলেন অনুপস্থিত। পরিবারের সদস্যদের মধ্যে হর্ষ বর্ধন কাপুর, মহীপ কাপুর, শানায়া কাপুর, রোহিত ধাওয়ান, রিয়া কাপুর, সোনম কাপুর, মোহিত মারওয়া এবং কুণাল রাওয়ালকে পাপারাজ্জিরা দেখেছেন। কিন্তু শ্রীদেবীর দুই কন্যাকে দেখা যায়নি। তাঁদের অনুপস্থিতি নিয়ে জল্পনা যে, জাহ্নবী এবং খুশি হয়তো এই বাগদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি।
অংশুলা মোনা শৌরি কাপুর এবং বনি কাপুরের মেয়ে। বনি আগে মোনার সঙ্গে বিয়ে করেছিলেন এবং তাঁদের দুই সন্তান অর্জুন ও অংশুলার। ১৯৯৬ সালে তিনি মোনার সঙ্গে বিচ্ছেদ করে শ্রীদেবীর সঙ্গে বিয়ে করেন। বনি এবং শ্রীদেবীর দুই কন্যা—জাহ্নবী এবং খুশি। ২০১৮ সালে শ্রীদেবী মারা গেলে অর্জুন এবং অংশুলা দুই সৎ বোনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন। তাঁদের কঠিন সময় পাশে দাঁড়ান।
ইনস্টাগ্রামে তাঁদের প্রেমের আখ্যান শেয়ার করে অংশুলা লিখেছেন, 'আমাদের পরিচয় একটি অ্যাপে। এক মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিটে কথা শুরু করি। সেই সকাল ৬টা পর্যন্ত কথা বলেছি। তখনও মনে হচ্ছিল বিশেষ কিছু একটা শুরু হতে চলেছে। তিন বছর পরে, আমার প্রিয় শহরে, সেন্ট্রাল পার্কের কাসলের সামনে, সে প্রোপোজ করল! ঠিক ভারতীয় সময় রাত ১টা ১৫ মিনিটে! মুহূর্তটা এতটাই মধুর ছিল যে মনে হচ্ছিল যেন গোটা পৃথিবীই থেমে গিয়েছে… ওর প্রস্তাবে আমি হ্যাঁ বললাম।'
