সংবাদ সংস্থা মুম্বই: অবশেষে মুখ খুললেন বলি অভিনেত্রী ঈশা গুপ্তা। অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে। একেবারে স্পষ্টভাবে এই জল্পনার জবাব দিলেন ‘রাজ ৩’ খ্যাত অভিনেত্রী। এক সাক্ষাৎকারে ঈশা বললেন, ‘‘হ্যাঁ, এক সময় আমাদের মধ্যে কথা হচ্ছিল ঠিকই। তবে ওটা ডেটিং ছিল না। আমরা ক'মাস কথা বলেছিলাম, ব্যস। সম্পর্কের সেই ‘হতে পারে, নাও-হতে পারে’ পর্যায়ে গিয়েই শেষ। দেখা হয়েছিল এক-দু’বার, এর বেশি কিছু নয়।’’
কিন্তু কি সত্যিই কোনওদিন প্রেম হওয়ার সম্ভাবনা ছিল? সেই প্রশ্নের জবাবে ঈশা বলেন, ‘‘সম্ভাবনা তো ছিল, কিন্তু মিল হয়নি। সময়ও মেলেনি। তাই ব্যাপারটা নিজে থেকেই থেমে যায়। কোনও তিক্ততা, কোনও অযথা নাটক ছিল না। ওটা হওয়ার কথা ছিল না, আর হয়ওনি।’’ অর্থাৎ ঈশা গুপ্তা জানিয়ে দিলেন, হার্দিকের সঙ্গে কথা হয়েছিল ঠিকই, কিন্তু ডেটিং নয়। সম্পর্কের আগেই শেষ হয়ে যায় সবকিছু।
২০১৯ সালে ‘কফি উইথ করণ’ টক শো-তে হার্দিক পাণ্ডিয়ার বিতর্কিত মন্তব্য ঘিরে তোলপাড় হয়েছিল দেশ। সে সময় সেই মন্তব্যের সমালোচনা করেছিলেন ঈশাও। তবে এখন বলছেন, ‘‘সেই ঘটনার সময় আমাদের কথা বলাও বন্ধ হয়ে গিয়েছিল। ফলে ওসব নিয়ে আমার মনে কিছুই হয়নি।’’ তবে এখন আর এ নিয়ে কিছু বলার নেই বলেই সাফ জানিয়ে দিলেন তিনি।
 
  
সর্বশেষ ঈশাকে দেখা গিয়েছে এমএক্স প্লেয়ারের ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘আশ্রম’-এ, যেখানে ববি দেওল, চন্দন রায় সান্যাল এবং অদিতি পোহাঙ্করের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। এবার তাঁকে দেখা যাবে ধ্বনি গৌতম পরিচালিত ছবি ‘ভাই ভাই’-তে, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন সোনিয়া রতী এবং হিতেন পটেল।
